মুজিব: পাল্টানো হলো ভিএফএক্স টিম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব একটি জাতির রূপকার-এর টিজার প্রকাশ হয়েছিল ১৯ মে। ওই সময় শ্যাম বেনেগাল পরিচালিত ছবিটির নানা বিষয়ে সমালোচনায় মুখর হয় দর্শক, যার অন্যতম ছিল ভিএফএক্সের কাজ।
শোনা যাচ্ছে, এখন নতুন করে ভিএফএক্সের কাজ ও অন্যান্য পোস্ট প্রডাকশনের কাজ করা হচ্ছে। সে কারণে সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা থাকলেও সম্ভব হয়নি।
‘মুজিব একটি জাতির রূপকার’-এর সহকারী পরিচালক ও কাস্টিং ডিরেক্টর বাহাউদ্দিন খেলন জানালেন, ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তির প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছেন তারা।
তিনি কালের কণ্ঠকে বলেন, ‘সাধারণ দর্শকের চোখে যেসব ভুল ধরা পড়েছে, সেগুলো তো আছেই। আমাদের চোখেও অনেক ভুল ধরা পড়েছে। সবাই মিলে ভুলগুলো আরো নিপুণভাবে ধরার চেষ্টা করলাম। এর বাইরেও যেন ভুল না থাকে সেটা নিয়ে সতর্ক থাকতে হবে আমাদের। আমাদের কাছে মনে হয়েছে ছবির মূল দুর্বলতা ভিএফএক্স। প্রথম যে প্রতিষ্ঠানটি ভিএফএক্স করেছিল, মাঝখানে বন্যার পানিতে তাদের সার্ভারে সমস্যা দেখা দেয়। আমরা চেয়েছি যে করেই হোক এই মাসের মধ্যে সব কাজ সম্পন্ন করতে। তাই মুম্বাইয়ের আরেকটি বড় ভিএফএক্স কম্পানিকে যুক্ত করেছি। আগের ভিএফএক্স কম্পানির সঙ্গে তারা কাজ করছে। ’
খেলন আরো বলেন, ‘এই মাসে পোস্ট প্রডাকশনের সব কাজ শেষ হলে আগামী মাসে মাননীয় প্রধানমন্ত্রীকে ছবিটি দেখানোর ব্যবস্থা করা হবে। তিনি ছবিটি দেখে যদি কোনো সংশোধন না দেন তাহলে আমাদের ইচ্ছা রয়েছে ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়ার। অবশ্য সেটাও মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে। ’
‘মুজিব—দ্য মেকিং অব আ নেশন’-এ বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ছবিটিতে আরো অভিনয় করেছেন তৌকীর আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, সিয়াম আহমেদ, রিয়াজ, জায়েদ খান, মিশা সওদাগর, খায়রুল আলম সবুজসহ আরো অনেকে।