মেট্টোরেলের কারণে ছোট হচ্ছে এফডিসি
রাজধানীতে মেট্রোরেল কর্মযজ্ঞ শুরু হয়েছে। এ জন্য এফডিসিকে ছেড়ে দিতে হবে ১৩ শতাংশ জায়গা। আর ভাঙা পড়বে এফডিসির মূল ফটক। প্রিয় ডটকমকে এ তথ্য জানান বিএফডিসি’র পরিচালক (কারিগরী ও প্রকৌশল) মোহাম্মদ আজম।
তিনি বলেন, ‘মেট্রোরেলের কারণে এফডিসির ভেতরে যে স্টোর রুম আছে সেখান থেকে শুরু করে এর আশেপাশে যে গাছপালাগুলো রয়েছে সেগুলো নিজেদের খরচে অপসারণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে ইতোমধ্যেই অনুরোধ করা হয়েছে। আমরাও সেভাবেই ব্যবস্থা নিচ্ছি। যাতে তাদের কাজে কোন ধরনের বাধা সৃষ্টি না হয়। এ কারণে ভাঙা পড়বে এফডিসির মূল ফটকও।’
মেট্রোরেল কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে গত সপ্তাহে চিঠি পেয়েছেন এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন।
জানা গেছে, মেট্রোরেলের কারণে ভাঙা পড়বে মূল ফটক ও এফডিসির দক্ষিণ পাশের কিছু অংশ। এদিকে এফডিসির বেশ কিছু পরিকল্পনার মধ্যে রয়েছে, একটি বহুতল ভবন নির্মাণ করা। সেটির সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন ফটক নির্মাণ করা হবে। যার কারণে এফডিসির প্রধান ফটক চলে যাবে দক্ষিণ দিকের মাঝামাঝি অংশে। এবং মেট্রোরেল ও ফ্লাইওভারের নিচে হবে এফডিসির মূল ফটক।