মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘ভাইরাল’ করতে জায়েদ খানের ডিগবাজি
কিছুদিন আগে একটি বিউটি কনটেস্টের মঞ্চে দেয়া জায়েদ খানের ডিগবাজি ভাইরাল হয়। সেই ‘ভাইরাল আইটেম’কে নতুন সিনেমার প্রচারে বেছে নিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
স্ট্রিমিং প্লাটফর্ম চরকির জন্য নির্মিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ নিয়ে ইতোমধ্যে ফারুকী ঘুরে এসেছেন বুসান ও মুম্বাইয়ের চলচ্চিত্র উৎসব। কথা বলেছেন ভ্যারাইটিসহ নামি সিনেমা পত্রিকায়।
আগামী ৩০ নভেম্বর চরকিতে মুক্তি পেতে যাওয়া ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে আছে বিশেষ একটি ঘটনা। ব্যক্তিগত জীবনের নির্যাসে তৈরি এ ছবিতে অভিনয় করেছেন ফারুকী নিজেও।
গতকাল সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় একটি ভিডিও কনটেন্ট প্রকাশ করা হয় ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান চরকির পেজ থেকে। যেখানে দেখা যায়, একটি খোলামাঠে ডিরেক্টরের চেয়ারে বসে ‘অটোবায়োগ্রাফি’ ছবির মুক্তির প্রচারণা নিয়ে চিন্তিত ফারুকী। প্রথমে পাশে বসা মারজুক রাসেলের কাছে উপায় জানতে চান। তিনি বল পাস করে দেন পাশে বসা অভিনেতা-নির্মাতা আশুতোষ সুজনের দিকে।
তিনি নিরুপায় হয়ে পাশে বসা অভিনেতা নাসির উদ্দিন খানের কাছে পরামর্শ চান। কিন্তু অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আরে আমি তো শিশু ভাইরাল। ভাইরালের বাপ বসে আছে এখানে। হেরে জিগাও।’
জয় তখন পাশে বসা জায়েদ খানকে দেখিয়ে বললেন, ‘সবসময় ভাইরালের বাপ দিয়ে কাজ হয় না। কারণ বাপেরও বাপ আছে। এই যে ভাইরালের দাদা (জায়েদ খান)। ভাই, আপনি বলে দিন কীভাবে কী করা যায়। পাঞ্জাবি পরে পারবেন তো ডিগবাজি দিতে?’
সাদা পাঞ্জাবিতে, সানগ্লাস পরা জায়েদ খান। ততক্ষণাৎ নিজের হাতে পরা দামি ঘড়ির ঢোল পেটালেন। রোলেক্স ব্র্যান্ডের ঘড়িটির দাম ২৬ লাখ টাকা। আর ডিগবাজি প্রসঙ্গে বললেন, ‘যে পারে, সে কাপড়সহ পারে, কাপড় ছাড়াও পারে।’
অতঃপর খোলা মাঠে দুটো ডিগবাজি দিলেন জায়েদ খান। শেষে পাশে থাকা হেলিকপ্টারে বসে বললেন,সবাইকে ৩০ নভেম্বর চোখ রাখতে হবে। না হলে এই ডিগবাজি দিয়ে যেকোনো সময়, যেকোনো ঘরের দরজা খুলে ঢুকে যাবো। বি কেয়ারফুল। ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ আসছে।
ভিডিওটি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে জায়েদ খান জানালেন, এটি ধারণ করা হয়েছে নওগাঁ’র একটি মাঠে। তার ভাষায়, ‘‘আজকে নওগাঁ গিয়েছিলাম অনেকগুলা মাথা এক করে কিছু একটা ভাবতে। কী ভাবতে গেলাম, সেটা পরে বলবো। এই মুহূর্তে যেটা বলার সেটা হলো, আগামী ৩০ নভেম্বর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ আসছে চরকি-তে! সবাইকে দেখার আমন্ত্রণ! এর পরে আরো অনেক কিছু আসবে।’’
‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে ফারুকী-তিশা ছাড়াও অভিনয় করেছেন ডিপজল, ইরেশ যাকের, ডলি জহুর, শরাফ আহমেদ জীবন প্রমুখ।
ছবিটি নির্মিত হয়েছে চরকির বিশেষ আয়োজন ‘মিনিস্ট্রি অব লাভ’র অংশ হিসেবে। এতে ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি সিনেমা বানাচ্ছেন। পুরো প্রজেক্টের তত্ত্বাবধানে রয়েছেন ফারুকী। আর তিনি নিজেও দুটি সিনেমা বানিয়েছেন। একটি এই ‘অটোবায়োগ্রাফি’, অন্যটির নাম ‘মনোগামী’।