মৌলিক গল্পে ওয়েব সিরিজ ‘ডিটেকটিভ লাভলু’
দেশ-বিদেশে তৈরি বেশিরভাগ জনপ্রিয় গোয়েন্দা সিরিজের নাটক-সিনেমা তৈরি হয় মূলত পুরনো গল্প-উপন্যাস অবলম্বনে। এবার সেই ধারার বাইরে গিয়ে মৌলিক গল্পে তৈরি হলো দেশীয় গোয়েন্দা সিরিজ। নাম ‘ডিটেকটিভ লাভলু’।
রহস্য কাহিনিটি পর্দায় তুলে ধরছেন অভিনেতা আজাদ আবুল কালাম। গোয়েন্দা লাভলুর চরিত্রে দেখা যাবে তাকে।
বাংলাঢোলের প্রযোজনায় ‘ডিটেকটিভ লাভলু’র কাহিনি লিখেছেন ও পরিচালনা করেছেন সাকিব রায়হান। সিরিজটি প্রসঙ্গে অভিনেতা আজাদ আবুল কালাম বলেন, ‘একজন প্রাইভেট গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছি। কনটেন্ট পুরোপুরি মৌলিক। পুরনো বা প্রতিষ্ঠিত কোনও গল্পের সঙ্গে এর সাদৃশ্য পাওয়া যাবে না। সব মিলিয়ে এটি নতুন স্বাদ দেবে।’
জানা যায়, শিগগিরই প্রচার শুরু হচ্ছে ‘ডিটেকটিভ লাভলু’র। এটি বাংলাঢোল এর ডিজিটাল অ্যাপস ছাড়াও একইসঙ্গে উন্মুক্ত করা হবে দেশের অন্যতম দুটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম রবি ও এয়ারটেল স্ক্রিনে।
নির্মাতা সাকিব রায়হান জানান, প্রতি তিন পর্বে দেখানো হবে পৃথক গল্প। মূল চরিত্রগুলোর রদবদল ছাড়াই পর্বগুলোতে রহস্য উন্মোচন করা হবে। প্রথম গল্পটির নাম ‘সাঁতার’। এরপর থাকবে ‘জমিদার বাড়ি’, ‘অপহরণ’ প্রভৃতি।
তিনি বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে সিরিয়াস মৌলিক গল্প নিয়ে এর আগে খুব কমই ডিটেকটিভ ফিকশন তৈরি হয়েছে। এই দিক দিয়ে আমাদের সিরিজটিতে দর্শক নতুনত্ব খুঁজে পাবেন। প্রধান চরিত্রে আজাদ আবুল কালামসহ অন্যদের অভিনয় সবার কাছে উপভোগ্য মনে হবে। সব মিলিয়ে টানটান উত্তেজনার কিছু গল্প তুলে ধরেছি আমরা।’
আজাদ আবুল কালামের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, শাহরিয়ার সজীব, শামীম, শুভ আমিন, সাব্বির, অর্ণব, তানিন তানহা, সামউন কবীর প্রমুখ।