Select Page

যথা সময়ে অনুদানের সিনেমা মুক্তি না দেওয়ায় নির্মাতা গ্রেপ্তার!

যথা সময়ে অনুদানের সিনেমা মুক্তি না দেওয়ায় নির্মাতা গ্রেপ্তার!

কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যার পরে কাঁটাবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিউমার্কেট থানার ওসি শ ম কাইয়ুম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “টোকন ঠাকুরের বিরুদ্ধে সিএমএম কোর্টে একটি মামলা ছিল। আদালত থেকে পাওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে।”

কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাতে করতে পারেননি তিনি।

তবে বলা হচ্ছে নির্ধারিত সময়ে অনুদানের সিনেমা বানিয়ে মুক্তি না দেওয়ায় এ কাণ্ড! এমন ঘটনা দেশের ইতিহাসে এ প্রথম।

কথা সাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্প ‘কাঁটা’ অবলম্বনে একই শিরোনামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০১১-১২ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছিলেন টোকন ঠাকুর।

অনুদানের অর্থ গ্রহণের নয় মাসের মধ্যে ছবি মুক্তি দেওয়ার নিয়ম থাকলেও আট বছরেও তা সম্পন্ন করতে পারেননি তিনি।

ছবি নির্মাণ শেষ করতে কিংবা অর্থ ফেরত চেয়ে একাধিকবার তাকে চিঠি পাঠিয়েও কোনও উত্তর না পাওয়ায় তার বিরুদ্ধে ২০১৬ সালে জেলা প্রশাসকের কার্যালয়ে মামলা দায়ের করেছিল তথ্য মন্ত্রণালয়।

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) সাইফুল ইসলাম বলেন, “একমাস আগে আমরা জেনেছিলাম তার বিরুদ্ধে সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।”

এ বিষয়ে ফেসবুকে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, “ব্যাংকের হাজার হাজার কোটি টাকা মেরে দেয়ার পরও কত মানুষ রাজার হালে ঘোরে, আর সামান্য কয় লাখ টাকার একটা অনুদানের সিনেমা টাইমলি না দেয়াতে আমার বন্ধু কবি টোকন ঠাকুরকে গ্রেফতার করা হইছে! আমি বলছি না, অনুদানের টাকার ছবি টাইমলি না দেয়া উচিত কাজ! কিন্তু একটা ছবি বানাতে গিয়ে কত রকম ঘটনা-দূর্ঘটনা ঘটতে পারে! তাই আশা করি তথ্য মন্ত্রনালয়ের ভাই-বোনেরা ব্যাপারটা আন্তরিকতার সাথে দেখে একটা সুরাহা করবেন! এবং আদালতও ব্যাপারটা আন্তরিকভাবে দেখবেন যাতে টোকনের জামিন দ্রুত নিশ্চিত হয়।”


Leave a reply