Select Page

‘যদি একদিন’ মুক্তি পাবে পয়লা মার্চ

‘যদি একদিন’ মুক্তি পাবে পয়লা মার্চ

# ফেব্রুয়ারি নয়, মার্চের প্রথম দিন মুক্তি পাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন
# তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’কে সম্মান জানিয়েছে পিছিয়ে আসা বলে জানান নির্মাতা
# বৃহস্পতিবার ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে সিনেমাটি জমা পড়েছে

২০১৮ সালে শুটিংয়ের সময়ই শোনা যায়, বছরের শেষ দিকে ‘যদি একদিন’ মুক্তি দিতে চান পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা। এবার পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানালেন, ১ মার্চ মুক্তি পাবে এই সিনেমা।

এর মাধ্যমে গায়ক ও ছো পর্দার অভিনয়শিল্পী তাহসানের দেখা মিলবে বড়পর্দার নায়ক হিসেবে। আরও আছেন কলকাতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তাসকিন রহমান ও রাইসাসহ অনেকে।

বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচনের কারণে সেই সময়ে ছবিটি মুক্তি দিতে চাননি কেউই। নতুন বছরের শুরুতে জানা যায়, ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে ‘যদি একদিন’।

১৫ ফেব্রুয়ারি ‘যদি একদিন’ সিনেমার মুক্তির দিনক্ষণ ঠিকও ছিল। একই দিনে তৌকীর আহমেদ তার নতুন সিনেমা ‘ফাগুন হাওয়ায়’ মুক্তির সিদ্ধান্ত নিলে রাজ তাঁর সিদ্ধান্ত থেকে সরে আসেন। এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘তৌকীর ভাই আমাদের অগ্রজ, তাই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ছবিটি মুক্তির তারিখ পিছিয়ে দিই। তা না হলেই নায়ক তাহসানকে সেদিনই পর্দায় দেখতে পেতেন ভক্ত ও দর্শকেরা। এখন আর কিছুদিনের অপেক্ষায় থাকতে হবে।’

‘যদি একদিন’ বৃহস্পতিবার সেন্সর ছাড়পত্রের জন্য জমাও হয়েছে বলে জানা গেছে।

বর্তমানে সিনেমার মুক্তি-পূর্ববর্তী কাজ নিয়ে কলকাতায় আছেন পরিচালক রাজ। ফিরবেন ২৯ জানুয়ারি রাতে। তিনি বলেন, ‘পাঁচ দিন আগে আমি কলকাতায় এসেছি। শুরুতে কালার গ্রেডিংয়ের কাজ করেছি। গানের কিছু সংশোধন ছিল, সেটাও করেছি। আজ থেকে কয়েক ধরনের ট্রেলার বানানোর কাজ শুরু হয়েছে। মুক্তির আগে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ বাড়াতে বেশ যত্ন নিয়েই আমরা কাজগুলো করছি। ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ বেশ তুঙ্গে। আমরা শুটিংয়ের সময় থেকে বিষয়টি টের পাচ্ছি।’


মন্তব্য করুন