Select Page

যৌথ-দেশীয়ের কোনটিকে প্রাধান্য দেন শুভ?

যৌথ-দেশীয়ের কোনটিকে প্রাধান্য দেন শুভ?

arifin-shuvo

শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ অভিনীত ‘নিয়তি’। এর আগে জলির বিপরীতে করা সিনেমাটি কলকাতায় মুক্তি পায়। ‌‘নিয়তি’র মুক্তির আগে সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌথ প্রযোজনা নিয়ে মন্তব্য করেন জনপ্রিয় এ নায়ক।

যৌথ প্রযোজনার সিনেমা প্রসঙ্গে ইত্তেফাককে শুভ বলেন, ‘যৌথ প্রযোজনা যদি ব্যালেন্সড হয় তাহলে পজেটিভ। আর যৌথ প্রযোজনা যদি ইমব্যালেন্সড হয় তাহলে নেগেটিভ।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে অনেক ইমব্যালেন্সড যৌথ প্রযোজনার প্রজেক্টও আছে। কিন্তু সেই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। এ ধরনের অনেক ছবিই আছে যেগুলো দেখে বোঝার উপায় নেই সেখানে বাংলাদেশের কোনো অস্তিত্ব আছে। এটাকে আমি যৌথ প্রযোজনার ছবি বলতে চাই না। একটি প্রজেক্ট মনে হতে হবে যে এটা আমাদের প্রোডাক্ট। ছবি দেখে যদি তাতে বাংলাদেশ আছে বোঝা না যায় সেটাকে কীভাবে বাংলাদেশের ছবি বলব।’

যৌথ প্রযোজনার ছবি নাকি দেশীয় একক প্রযোজনা- কোনটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন?— এমন প্রশ্নে শুভ বলেন, ‘আসলে কলকাতা এবং আমরা একই ভাষায় প্রেম নিবেদন করি। একই ভাষায় মাকে ডাকি। কিন্তু ভাষা এক রকম হলেও মাঝে রয়েছে একটি বেড়া। আমি তার দর্শক, সেও আমার দর্শক। পুরো পৃথিবীর কাছে আলাদা হতে পারে কিন্তু আমার কাছে আমরা সবাই বাংলাভাষী। আমি বাংলাভাষায় কাজ করি। আমার ভাষা যার বোধগম্য হবে আমি তার জন্য কাজ করব। আমি আমার সময় সিনেমার প্রযোজকের কাছে বিক্রি করি। এখানে যৌথ প্রযোজনা নাকি দেশীয় প্রযোজনা কোনোটাকে বেশি প্রাধান্য দেয়ার কিছু নেই। দেশের প্রতি ভালোবাসা রেখে ভালো কাজের প্রস্তাব এলেই আমি অভিনয় করি।’


মন্তব্য করুন