Select Page

যৌথ প্রযোজনাকে ‘স্মাগলিং’ বললেন রাজ্জাক

যৌথ প্রযোজনাকে ‘স্মাগলিং’ বললেন রাজ্জাক

razzak

শুটার’ ছবির সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে দেশের বর্তমান চলচ্চিত্রের নানাদিক নিয়ে বক্তব্য রাখেন রাজ্জাক। ওই সময় যৌথ প্রযোজনার ছবি নিয়ে সমালোচনা করেন তিনি। 

কিংবদন্তি অভিনেতা রাজ্জাক বলেন, “যৌথ প্রযোজনা হতে হলে দুই দেশের সমান অংশীদারিত্ব থাকতে হবে। কিন্তু এখন তো রীতিমতো স্মাগলিং হচ্ছে। অন্যদের ছবি আমাদের এখানে চালানো হচ্ছে। একদিন  যৌথ প্রযোজনার একটি ছবির গান দেখছিলাম। নায়িকার পোশাক এতো ছোট ছিলো যে আমার স্ত্রী প্রশ্ন করলেন, ‘তুমি এসব দেখছো?’ তাকে বললাম, আমাদের বাচ্চারা কী করছে দেখতে হবে না!”

রাজ্জাক মনে করেন, চলচ্চিত্র শিল্প বাঁচাতে যৌথ কিংবা ভারতীয় ছবিরই দরকার নেই। তিনি বলেন, ‘এখন অনেকেই নাকি ইন্ডাস্ট্রির গডফাদার! কিন্তু আমরা উর্দু গডফাদারদের সঙ্গে যুদ্ধ করে ইন্ডাস্ট্রি টিকিয়েছি।’

ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান-বুবলি অভিনীত ছবি ‘শুটার’। এর প্রচারণার অংশ হিসেবে ডাকা সংবাদ সম্মেলনে হাজির ছিলেন নায়করাজ। তিনি সংবাদমাধ্যমের সমালোচনা করে বলেন, ‘আপনারা যাকে তাকে তারকা বানিয়ে দিচ্ছেন। আমাদের সময়ে কোনো শিল্পীর আধঘণ্টা দেরি হলে নিউজ হতো। আর এখন তো ছয় ঘণ্টা দেরি হলেও কিছু বলেন না। ভোর পাঁচটায় বাসায় গিয়ে সকাল নয়টায় আবার শুটিং করেছি। ফার্মগেট থেকে নাস্তা আনিয়ে খেয়েছি। সোনারগাঁওয়ের নাস্তা পাওয়া তো অনেক দূরের ব্যাপার।’

অস্ট্রেলিয়ায় থাকার কারণে সংবাদ সম্মেলনে অংশ নিতে পারেননি ছবিটির নায়ক শাকিব খান। অন্যদের মধ্যে ছিলেন পরিচালক রাজু চৌধুরী, প্রযোজক ইকবাল হোসেন, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, সম্রাট প্রমুখ।


Leave a reply