Select Page

যৌনপল্লির মানুষদের নিয়ে ‘রং বাজার’

যৌনপল্লির মানুষদের নিয়ে ‘রং বাজার’

মুক্তি পেয়েছে ‘পদ্মপুরাণ’। এ ছাড়া নির্মাণে রয়েছে ময়ূরাক্ষী ও প্রীতিলতা। এর মাঝে নতুন সিনেমা শুরু করেছেন রাশিদ পলাশ।

‘রং বাজার’ নামের সিনেমাটির গল্প যৌনপল্লির মানুষদের নিয়ে, শুটিংও হচ্ছে সত্যিকারের লোকেশনে।

এরই মধ্যে ৯ দিন রাশিদ পলাশের শুটিংও করেছেন। রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে ২২ নভেম্বর শেষ হলো ছবিটির প্রথম লটের শুটিং। এ মাসেই ছবির বাকি অংশের শুটিং হবে ঢাকায়।

পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘আমি যে ধরনের ছবি বানাতে চাই এটা তার থেকে ভিন্ন। প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজির অতুল ভাইয়ের কাছে গল্পটা শুনি। খুব স্পর্শ করে এই কাহিনি। যৌনকর্মীদের আবাসস্থল উচ্ছেদের গল্প। নব্বই দশকের শেষের দিকে দেশের অন্যতম আলোচিত একটি ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে। ছবির প্রধান চরিত্রে যাঁরা আছেন সবাই নারী। ’

ছবির অন্যতম অভিনেত্রী জান্নাতুল পিয়া বলেন, ‘এই ছবিতে কাজ করতে এসে নতুন এক জগত্ চিনেছি। এবারই প্রথম দৌলতদিয়া যৌনপল্লীতে এলাম, শুটিংয়ের প্রয়োজনেই এসেছি। একেবারেই ভিন্ন এক অভিজ্ঞতা হলো। এখানকার মানুষদের খুব কাছ থেকে দেখে যে অনুভূতি হয়েছে তা ভাষায় প্রকাশের নয়। বাইরে থেকে অনেক কিছু শোনা যায়। কিন্তু বাস্তবে এসে দেখলাম সেসবের অনেক কিছুই মেলে না। ’

আরো অভিনয় করছেন শম্পা রেজা, মৌসুমী হামিদ, নাজনীন চুমকি, তানজিকা আমিন, লুৎফুর রহমান জর্জ, বড়দা মিঠু।


Leave a reply