Select Page

রনির সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত বহাল, ঝুঁকিতে ‘রংবাজ’

রনির সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত বহাল, ঝুঁকিতে ‘রংবাজ’

চলচ্চিত্র নির্মাতা শামীম আহমেদ রনির পরিচালক সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে চলচ্চিত্র পরিচালক সমিতি। রোববার (৭ মে) দুপুরে এফডিসিতে পরিচালক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তার সদস্যপদ বাতিল করে আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়। জানানো হয়, সমিতির আইনের ৫ (ক) ধারায় তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৩টি সংগঠন রনির সঙ্গে কাজ করবে না। এ প্রসঙ্গে রনি আবার আবেদনের কথা বলেন। তবে সমিতির পক্ষ থেকে জানানো হয়, আপাতত তা সম্ভব নয়।

যার কারণে, ঝুঁকিতে রনির নির্মাণাধীন সিনেমা ‘রংবাজ’। ঈদুল ফিতরে মুক্তির উদ্দেশ্যে শাকিব খান ও শবনম বুবলিকে নিয়ে ছবিটি করছিলেন তিনি।

প্রসঙ্গত, ২৯ এপ্রিল রনিকে পাঠানো পরিচালক সমিতির নোটিশে বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শাকিব খান সম্পৃক্ত কোনো কাজ না করার জন্য। সেই পত্র পেয়েও রনি সমিতির সিদ্ধান্তকে ন্যূনতম সম্মান না দেখিয়ে চলচ্চিত্র নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। যা নিয়ম নীতির সুস্পষ্ট লংঘন।

এর ফলে বাংলাদেশ পরিচালক সমিতির গঠনতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে মনে করছে পরিচালক সমিতি। এজন্য পরিচালক সমিতির গঠনতন্ত্রের ৫ (ক) ধারা বলে তার সদস্যপদ বাতিল ঘোষণা করা হয়।

রনির পাশাপাশি একই সময়ে শাকিব খানকে নিষিদ্ধ করেছিল পরিচালক সমিতি। এ নায়ক দুঃখ প্রকাশ করলে নিষেধাজ্ঞা রদ করা হয়, রনির ক্ষেত্রে হয়েছে উল্টোটা।


Leave a reply