
রাজ্জাকের চরিত্রে বাপ্পী

রিমেক করছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। পরিচলনায় করবেন জাকির হোসেন রাজুর মতো গুণী পরিচালক।
এই ছবিতে রাজ্জাকের করা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাপ্পী। তাঁর বিপরীতে রয়েছেন মাহী। বাপ্পী বলেন, “‘ময়নামতি’ ছবিটিতে রাজ্জাক সাহেবের অভিনয় ছিল অনবদ্য। জানি না, কতটুকু করতে পারব। তবে মনেপ্রাণে চেষ্টা করব চরিত্রটিকে ফুটিয়ে তুলতে। আশা করছি, দর্শকরা আমাকে গ্রহণ করবেন।”
ছবিতে আরেকটি চরিত্রে অভিনয় করবেন আনিসুর রহমান মিলন। ১৬ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে।