
রাজ্জাকে চলচ্চিত্রের গল্প চুরি

সম্প্রতি সেন্সর শোতে বোর্ডের সদস্য নায়করাজ রাজ্জাক নিজের ‘মন দিয়েছি তোমাকে’ ছবির সঙ্গে এর হুবহু মিল দেখতে পান। পরে এ ছবির প্রযোজক-নায়ক সম্রাট ২ আগস্ট সেন্সর বোর্ডে এক লিখিত আপত্তি জমা দিলে বোর্ড ছবিটি নকলের দায়ে বাজেয়াপ্ত করে।
দুটি ছবিরই গল্প শচীন কুমার নাগ’র। ‘তোমারই আছি তোমারই থাকবো’র নকলের দায় অস্বীকার করে নির্মাতা এর জন্য গল্পকার শচীনকে দায়ী করেন। এদিকে গল্পকার শচীন একই গল্প দুবার বিক্রির অপরাধের কথা স্বীকার করেছেন।
সুত্র: বাংলাদেশ প্রতিদিন
একজন নির্মাতা কতটা অমনযোগী, তার উদাহরন এই খবর। একজন টাকা বিনিয়োগ করে পরিশ্রম করে একটা সিনেমা বানিয়ে ফেললেন, অথচ গল্পের বিষয়ে সামান্য মনযোগ দেন নাই…কিভাবে সম্ভব বুঝি না !!