রাজ্জাক হাসপাতালে
আবার অসুস্থ্য হয়ে পড়েছেন নায়করাজ রাজ্জাক । ৩১ জুলাই হঠাৎ করে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে যান।
সেখানে ডা. জোবায়েরের নেতৃত্বে একটি চিকিৎসকদল এখন রাজ্জাকের চিকিৎসা করছেন।
তাঁর ছেলে অভিনেতা সম্রাট জানান, তিনি আজকাল প্রায়ই অসুস্থ্য পড়ছেন। এবার সর্দি থেকে ইনফেকশন হয়েছে। চিকিৎসকরা উচ্চ শক্তির অ্যান্টিবায়োটিক দিয়েছেন, সঙ্গে আরো কিছু ওষুধ চলছে।
পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঈদের পরেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে ব্যাংকক নিয়ে যাওয়া হবে।
সুত্র: কালের কন্ঠ