রাত-দিন ফোন আসে। একটাই কথা জিজ্ঞেস করে, আপনি কি শাকিব খান?
‘‘রাত-দিন আমার নাম্বারে ফোন আসে। একটাই কথা জিজ্ঞেস করে, আপনি কি শাকিব খান?। আমি বলি, না আমি শাকিব খান না। বলার পরেও বারবার ফোন করে। রাতে ঘুমায় থাকি যখন তখনও ফোন আসে। এখন বাধ্য হয়ে ফোন বন্ধ করে ঘুমাই”-কথাগুলো বলছিলেন হবিগঞ্জের ইজাজুল আহমেদ।
বুধবার সকালে তার বন্ধু আকতার মুন্না তার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপে পোস্টটি লেখেন। তিনি লেখেন-
‘বাংলা মুভি: রাজনীতি
পরিচালক: বুলবুল বিশ্বাস
প্রযোজক: আশফাক আহমেদ
অভিনেতা: শাকিব খান
উপরের তিনজনের পূর্ণ নাম ঠিকানা কেউ আমাকে সংগ্রহ করে দিতে পারবেন?
নোট: এই তিন জনের বিরুদ্ধে আমি আইনের সহায়তা নিতে চাচ্ছি।
অনলাইনসংবাদমাধ্যম নিউজবাংলাদেশ থেকে ফোন করা হলে ইজাজুল আহমেদ বলেন, ‘‘আমার অনুমতি না নিয়ে আমার ফোন নম্বর ব্যবহার করা হয়েছে সিনেমায়। এখন চব্বিশ ঘণ্টা আমার মোবাইলে কল আসে। সুস্থভাবে কোনো কাজ আমি করতে পারছি না।”
রাজনীতি সিনেমায় ‘ও আকাশ বলে দে আমায়…’ গানটির পরপরই ইজাজুল আহমেদের ব্যক্তিগত নাম্বার ব্যবহার করে নায়ক শাকিব খান নায়িকা অপুকে বলেন, এটা আমার নাম্বার এই নাম্বারে ফোন দিয়ো।
এ সময় তিনি রাজনীতি সিনেমার পরিচালকের নামে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।