রানআউটের গান আসছে বৃহস্পতিবার
নির্মাতা তন্ময় তানসেনের রানআউট চলচ্চিত্রের অডিও অ্যালবাম প্রকাশিত হচ্ছে বৃহস্পতিবার। ছবিটির গানের মাধ্যমে ১০ বছর পর সংগীতাঙ্গনে ফিরছে ব্যান্ডদল ভাইকিংস। সবগুলো গান ও আবহসংগীত তৈরি করেছে ভাইকিংস ব্যান্ড। লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হচ্ছে এর অডিও অ্যালবাম। এ উপলক্ষে ওইদিন সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরায় প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে।
ছবিটিতে মোট ৬টি গান থাকছে। এর মধ্যে স্টুডিও ডর্কইয়ার্ড এর করা একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছেন রুপম-কর্ণিয়া। এ ছাড়া ভাইকিংসের হয়ে অতিথি কণ্ঠশিল্পী হিসেবে গান গেয়েছেন শিল্পী কনা ও রিনতি।এরই মধ্যে ছবির শুটিং শেষ করেছেন পরিচালক। রানআউটের গল্প লিখেছেন রফিকুল ইসলাম পল্টু। ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন সজল ও মৌসুমী নাগ। আরও আছেন তারিক আনাম খান, রোমানা স্বর্ণা, মিশা সওদাগর, সাবিহা আজিজ, তানভীর হোসান প্রবাল প্রমুখ।
‘রানআউট’ মুক্তি পাবে আগামী কোরবানি ঈদে। ছবিটি প্রযোজনা করেছেন সাদাত মাহমুদ তানভীর।