Select Page

রানআউটের গান আসছে বৃহস্পতিবার

রানআউটের গান আসছে বৃহস্পতিবার

runout1নির্মাতা তন্ময় তানসেনের রানআউট চলচ্চিত্রের অডিও অ্যালবাম প্রকাশিত হচ্ছে বৃহস্পতিবার। ছবিটির গানের মাধ্যমে ১০ বছর পর সংগীতাঙ্গনে ফিরছে ব্যান্ডদল ভাইকিংস।  সবগুলো গান ও আবহসংগীত তৈরি করেছে ভাইকিংস ব্যান্ড। লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হচ্ছে এর অডিও অ্যালবাম। এ উপলক্ষে ওইদিন সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরায় প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে।

ছবিটিতে মোট ৬টি গান থাকছে। এর মধ্যে স্টুডিও ডর্কইয়ার্ড এর করা একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছেন রুপম-কর্ণিয়া। এ ছাড়া ভাইকিংসের হয়ে অতিথি কণ্ঠশিল্পী হিসেবে গান গেয়েছেন শিল্পী কনা ও রিনতি।এরই মধ্যে ছবির শুটিং শেষ করেছেন পরিচালক। রানআউটের গল্প লিখেছেন রফিকুল ইসলাম পল্টু। ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন সজল মৌসুমী নাগ। আরও আছেন তারিক আনাম খান, রোমানা স্বর্ণা, মিশা সওদাগর, সাবিহা আজিজ, তানভীর হোসান প্রবাল প্রমুখ।

‘রানআউট’ মুক্তি পাবে আগামী কোরবানি ঈদে। ছবিটি প্রযোজনা করেছেন সাদাত মাহমুদ তানভীর।

 

 


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares