রাফীর সিনেমায় আফরান নিশোর অভিষেক, নাম ‘সুড়ঙ্গ’
অবশেষে সিনেমার নায়ক হতে যাচ্ছেন আফরান নিশো। ‘সুড়ঙ্গ’ ছবিটি পরিচালনা করবেন রায়হান রাফী। সবকিছু ঠিক থাকলে আগামী বছর শুটিং শুরু হবে। খবর চ্যানেল আই অনলাইন।
‘সুড়ঙ্গ’ ২০২৩ সালের দুই ঈদের যেকোন একটিতে সিনেমা হলে মুক্তি দেওয়া হবে। মুক্তির কয়েক মাস পর ছবিটি ওটিটি প্লাটফর্মে অবমুক্ত করা হবে।
জানা যায়, ৩ ডিসেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে নিশোর প্রথম ছবি ‘সুড়ঙ্গ’-এর ঘোষণা দেয়ার কথা ছিল। কিন্তু সঙ্গত কারণে পিছিয়েছে, ঘোষণটি আসবে ১২ ডিসেম্বরে।
আফরান নিশোর সঙ্গে ‘সুড়ঙ্গ’ ছবিতে নায়িকা থাকার কথা আছে তমা মির্জার। শুধুমাত্র সিনেমাটির জন্য গত কয়েকমাস ধরে প্রস্তুত হচ্ছেন নিশো। এই কারণে তিনি নাটকে কাজ কমিয়ে দিয়েছেন। টুকটাক ওটিটির জন্য কাজ করছেন।
পরিচালক রাফী বলেন, ‘এই মুহূর্তে আমি শুটিংয়ে আছি। এ বিষয়ে কোনো কথা বলতে পারছি না। তবে ১২ ডিসেম্বর বিস্তারিত জানাবো।’
আলফা আই মিডিয়ার কর্ণধার প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ১২ ডিসেম্বর ঘোষণা আসবে। তার আগে কোনো তথ্য প্রকাশ করতে চাই না। ওইদিন প্রেস কনফারেন্সে আমরা বিস্তারিত তুলে ধরবো।
চরকি এবং আলফা আই মিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হবে নিশো অভিনীত প্রথম এই সিনেমা।