রিনা ব্রাউনের অপেক্ষায়
২০১৪-১৫ অর্থ বছর অনুদানে আছে বেশ কিছু চমক। এর একটি হলো শামীম আখতারের ‘রিনা ব্রাউন’। শিগগির সিনেমাটির শুটিং ফ্লোরে যাচ্ছে। ইতোমধ্যে শেষ হয়েছে প্রাক-প্রস্তুতির অনেকটা।
১৯৯৯ সালে ‘ইতিহাস কন্যা’ চলচ্চিত্র নির্মাণ করেন শামীম আখতার। ২০০২ সালে নির্মাণ করেন ‘শিলালিপি’। মাঝে বেশ কিছু নাটক ও তথ্যচিত্র বানিয়েছেন।
শামীম আখতারের দুটি চলচ্চিত্রেই শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন মেয়ে প্রমা প্রাবণী। এবার তাকে নায়িকা হিসেবে দেখা যাবে ‘রিনা ব্রাউন’-এ।
প্রমাকে অনেকে টিভিতে দেখেছেন। তবে নায়িকা হিসেবে নয়। ছোট বয়সে অভিনয় করেছেন জনপ্রিয় ধারাবাহিক ‘বন্ধন’সহ বেশ কিছু নাটকে। সেখানেই দেখা গেছে তার অভিনয় প্রতিভা।
সিনেমাটির নাম হবে রিনা ব্রাউন হলেও চরিত্রটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘সপ্তপদী’র রিনা ব্রাউন নয়। নতুন এক রিনা ব্রাউনকে পর্দায় হাজির করবেন এ নির্মাতা। শামীম আখতার প্রথম আলোকে বলেন, ‘আমি শুধু চরিত্রের নামটা নিয়েছি। তারপর গল্পটা নিজের মতো করে লিখেছি। এখানে দুই বয়সী প্রমাকে দেখবেন সবাই।’
এরই মধ্যে চিত্রনাট্যের কাজ গুছিয়ে এনেছেন তিনি। চলছে লোকেশন বাছাইয়ের কাজ। জানালেন, সেটাও খুব তাড়াতাড়ি চূড়ান্ত হয়ে যাবে। এই ফাঁকে চূড়ান্ত করবেন অভিনয়শিল্পীর তালিকাও। আপাতত এ তালিকায় আছেন ফারহানা মিঠু।
শুটিংয়ের তারিখ প্রসঙ্গে শামীম জানালেন, ‘আশা করছি, আগামী মাস বা এর পরের মাসেই শুটিং শুরু করতে পারব। এর মধ্যে আমার মেয়ের অনার্সের শেষ সেমিস্টারের পরীক্ষাও হয়ে যাবে। একটু গুছিয়ে নিয়েই শুরু করতে চাই কাজটি।’