সিনেমা রিভিউঃআন্ডার কনস্ট্রাকশন
সিনেমাঃ আন্ডার কনস্ট্রাকশন
পরিচালনাঃ রুবাইয়াত হোসেন
কাস্টঃ মিতা রহমান, রিকিতা শিমু, শাহানা গোস্বামী, রাহুল বোস।
বর্তমান সময়ের প্রেক্ষিতে ‘আন্ডার কনস্ট্রাকশন‘ বেশ ভালো একটা আর্টফিল্ম।দর্শকদের উপর জোড় করে কিছু চাপিয়ে দেবার চেষ্টা ছিলনা।ছিলনা খুব বেশি মেটাফোর দিয়ে দর্শকদের দ্বিধায় ফেলা। পরিচালক নিজের মত করে সাবলীলভাবেই গল্প বলেছেন।
গল্প আমাদের সবার পরিচিত। অনেকবার দেখেছি, শুনেছি। আশে পাশে ঘটছে এমনই গল্প। নারীর নিজের ইচ্ছা, চিন্তা ভাবনাগুলোর জন্য কিভাবে পরিচিত জনের কাছে নিজেকে স্বার্থপর হিসেবে খোটা শুনতে হয় তার গল্প অথবা নিজেকে আবিস্কার এবং প্রয়োজনে একলা চলতে শেখার গল্প।
সিনেমা জুড়ে রবীন্দ্রনাথ এর নাটক ‘রক্তকরবী’ বড় একটা অংশ দখল করে আছে। আগে জানলে সিনেমাটা শুরুর আগে ‘রক্তকরবী’র সাথে পরিচিত হয়ে নিতাম।আরো ভালোভাবে উপলব্ধি করতে পারতাম হয়ত তাহলে।
পরিচালক রুবাইয়াত এর পরিচালনা বেশ উন্নত। আজকাল অফবিট বাংলা সিনেমা দেখতে গিয়ে যে ‘বড় পর্দায় নাটক দেখে এলাম’ ফিল হয় এক্ষেত্রে তা হয়নি। তার প্রথম সিনেমার জন্য তিনি প্রচন্ডভাবে সমালোচিত হয়েছেন। দেশজুড়ে তার হেটারস এর অভাব নেই। তাদের জন্যও এই সিনেমায় সমালোচনা করার বেশ সুযোগ আছে। তবে ওটা আপাতত এড়িয়ে গিয়ে পরিচালকের ভাবনাটা নিজের মধ্যে নেয়াটাই ঠিক হবে।
সিনেমাটার সবচেয়ে স্ট্রং দিক এর আর্টিস্টদের পারফরমেন্স। লিফট ম্যান এর ক্যারেক্টার থেকে শুরু করে লীড ক্যারেক্টার প্রত্যেকেই বেশ ন্যাচারাল ছিলেন। এই কিছুদিন আগেই দেখে এলাম ‘অনিল বাগচীর একদিন’, ফোর্সড এক্টিং যে কিভাবে একটা সুন্দর মেকিং এর সিনেমা নষ্ট করে তার একটি উদাহরণ ঐটা। ধন্যবাদ রুবাইয়াতকে তিনি বেশ ভেবেচিন্তেই আর্টিস্ট নির্বাচন করেছেন। আলাদাভাবে যদি কারো কথা বলতে হয় তিনি ‘মিতা রহমান‘। অসাধারণ অভিনয় করেছেন তিনি।
‘আন্ডার কনস্ট্রাকশন‘ হয়ত এমন কোন সিনেমা না যা আপনার দেখতেই হবে। এর নির্মাতারাও হয়ত তা আশা করেন না। তবে যদি দেখেন তবে শুধু দেখার জন্যই না, দেখে একটু ভাবার জন্যও দেখুন।