রিভিউ: এই সময়ে কাছে আসার গল্প
সময়ের প্রবাহে বয়ে চলা বর্তমানের গল্প আনা হয়েছে। তাই এইবারের থিম ‘এই সময়ে কাছে আসার গল্প’। আজকের দিনে এসে প্রেক্ষাপট বদল হয়েছে, চিন্তাধারার বদল হয়েছে, ভালোবাসায় অস্থির হয়েছে; তবুও কিছু কিছু ব্যাপার থাকে সেটা চিরন্তন। এই যেমন একজন প্রতারণা করলো আবার আরেকজন এসে ঠিকই পাশে দাঁড়িয়ে গেল। যেহেতু ভালোবাসা দিবসের ভালোবাসার গল্প, তাই পাশে থাকার জন্য কাছের একজন লাগবেই।
এইবার গল্প আর দর্শক থেকে নয়। প্রযোজনা প্রতিষ্ঠান নিজেরাই নির্বাচন করেছেন। দেখা যাক, কেমন হলো।
একটা তুমি লাগবে
রাকা নোশিন নাওয়ারের পরিচালিত এই শর্টফিল্ম একেবারেই এই সময়ের। তবে ঢাকা শহর বাদ দিয়ে জায়গা করে নিয়েছে মফস্বল, যার জন্য প্রথমেই সাধুবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার তুলে ধরা হয়েছে। গল্পের নায়িকা আইশা খান প্রাণোচ্ছল এক মেয়ে, কিন্তু প্রেমিকের প্রতারণার জন্য বিপদে পড়ে যায়,অন্যদিকে সুদীপ বিশ্বাস দীপ শান্তশিষ্ট এক ছেলে, চাকরি খুঁজে। ঘটনাক্রমে আইশার বিপদে সেই সমাধান করে নেয়, এরপর কাছে আসা,অভিমান সবশেষে মিলন।
রাকার নির্মাণ বেশ সুন্দর। সুষমা সরকারের মধ্য দিয়ে সূচনা বেশ উপভোগ্য। আইশা খুবই ভালো করেছে, সুদীপ দিয়েছেন যোগ্য সঙ্গ। তবে শেষটা কেমন যেন তাড়াহুড়ো লাগলো, আরেকটু পোক্ত হতে পারতো।
সময় সব জানে
গল্পটা অপরিচিত না আমরা গত দুই যুগে এমন কাছাকাছি গল্প দেখেছি। তবে এই গল্প সব সময় প্রাসঙ্গিক, তবে এখানেও কিছুটা অপ্রাপ্তি থেকে গেল গল্পের বিশালতার অনুপস্থিতির জন্য। নির্মাতা কিছুটা সেইফ গেমই খেললেন যেন। তবে সাকিব ফাহাদ খুব সুন্দর নির্মাণ করেছেন, সংলাপ খুব ভালো।
স্নিগ্ধ তটিনী আরো জোরালো উপস্থিতির জানান দিয়েছে অভিনয়ে, নবীন শাশ্বত দত্ত বেশ চার্মিং। অরুণা বিশ্বাসের উপস্থিতি চমকপ্রদ, জমিয়ে দিয়েছেন। কামরুল হাসান খসরুর ক্যামেরা বরাবরের মত ভালো। শেষটা একটু ব্যতিক্রম, তবে বাস্তবসম্মত। ভালো লেগেছে।
টেক অফ
সবচেয়ে পরিণত গল্প মনে হয়েছে এই শর্টফিল্মে, যদিও নতুন কিছু নয়। অমিতাভ রেজার নির্মাণে শুরুর দিকে যে কবিতার অংশ এটা খুবই ভালো। ত্রিভুজ প্রেমের গল্পের যে দোটানা সেটা ভালোভাবেই ফুটে উঠেছে। তামিম মৃধা-মায়ামীর জীবনে একটি দুর্ঘটনার জন্য কাছে চলে আসে প্রাক্তন প্রিয়ন্তী উর্বি। এই জটিলতা নিয়েই গল্প এগিয়েছে, তবে ধীরে ধীরে এটাই দূর্বল দিক।
মায়ামীর প্রথম অভিনয় হলেও মন্দ নন, তামিম মৃধার ক্যারিয়ারে আরেকটি ভালো কাজ যুক্ত হলো, প্রিয়ন্তী উর্বি চলনসই। তাপস মৃধার কমিক টাইম উপভোগ্য।
ভালোবাসা দিবসে কাছে আসার গল্প দর্শক চাহিদার তুঙ্গে থাকে। গল্প নিয়ে কম-বেশি মিশ্র প্রতিক্রিয়া থাকতো, তাই এইবার নিজেরা গল্প নির্বাচন করার কারণে প্রত্যাশা ছিল বেশি, পাশাপাশি বলা হয়েছিল একেবারেই নতুন গল্পে দেখানো হবে। সেই জায়গায় কিছুটা অপ্রাপ্তি রয়েছে বটে। তবে অভিনয়, নির্মাণ সব মিলিয়ে আয়োজনটা সন্তোষজনক।