রিমেক হচ্ছে খোকন-রুবেলের ‘লড়াকু’
৩০ বছর পর রিমেক হতে যাচ্ছে শহীদুল ইসলাম খোকন নির্মিত সাড়া জাড়ানো সিনেমা ‘লড়াকু’। নতুন সিনেমাটির হাল ধরতে যাচ্ছেন হালের জনপ্রিয় নির্মাতা ইফতেখার চৌধুরী। খবরটি প্রকাশ করেছে কালের কণ্ঠ।
১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘লড়াকু’র মাধ্যমে ঢালিউডে শক্ত অবস্থান গড়েন রুবেল। শহীদুল ইসলাম খোকনও পারিশ্রমিক বাড়িয়ে একসময় ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া পরিচালকের স্বীকৃতি পান।
ইতোমধ্যে রুবেল ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানার সঙ্গে চূড়ান্ত আলোচনাও সেরেছেন ইখতেখার।
তিনি জানান, ছবির ৭০ শতাংশ শুটিং হবে থাইল্যান্ডে, ৩০ শতাংশ বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে।
ইফতেখার আরো বলেন, ‘গল্পের প্রয়োজনে ছবিতে নতুন একজন নায়ক প্রয়োজন। আমি ও রুবেল ভাই দুজনে মিলে খুঁজছি। অবশ্যই তাঁকে মার্শাল আর্টে পারদর্শী হতে হবে। রুবেল ভাই রিমেকে নায়ক না হলেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন। ছবির উপদেষ্টা হিসেবেও থাকবেন। জানুয়ারিতেই আমরা শুটিং শুরু করতে চাই।’