রেডিও: ১৫ বছর পর রিয়াজ-মম
টিভি নাটকে কাজ করলেও ‘দারুচিনি দ্বীপ’ মুক্তির ১৫ বছরের মধ্যে একসঙ্গে সিনেমা করেননি রিয়াজ ও জাকিয়া বারী মম। বড়পর্দার জন্য সম্প্রতি তাদের নিয়ে মানিকগঞ্জ গেলেন অনন্য মামুন, সিনেমার নাম ‘রেডিও’।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে চলছে শুটিং।
এ ছবির গল্প ১৯৭০ দশকের শুরুর দিকে। ওই সময়ে রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণ শোনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে গল্প। এতে একজন শিক্ষকের ভূমিকায় অভিনয় করছেন রিয়াজ।
সিনেমাটি প্রযোজনা করছেন তরঙ্গ প্রোডাকশন। এতে রিয়াজ ও মমর সঙ্গে অভিনয় করেছেন নাদের চৌধুরী, প্রাণ রায়সহ আরও অনেকে।
রিয়াজ-মমর প্রথম ছবি ‘দারুচিনি দ্বীপ’ হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন তৌকীর আহমেদ। ব্যাপক সমাদৃত সিনেমাটি কয়েকটি বিভাগে জাতীয় পুরস্কার পায়। এর মধ্যে রয়েছে সেরা অভিনেতা (রিয়াজ) ও অভিনেত্রী বিভাগ (মম)।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। নাম ‘মাইক’। এটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল। সরকারি অনুদানের শিশুতোষ এই সিনেমায় অভিনয় করবেন তারিক আনাম খান, নাদের চৌধুরী, ফেরদৌস, তানভীন সুইটি, ঝুনা চৌধুরী, ইকবাল আহমেদসহ আরও অনেকে।