Select Page

রোজার ঈদে কনফার্ম ‘লিডার আমিই বাংলাদেশ’

রোজার ঈদে কনফার্ম ‘লিডার আমিই বাংলাদেশ’

ব্যক্তিগত ঝুট-ঝামেলার ভেতর নতুন সিনেমা দিতে পারে শাকিব খানকে স্বস্তি। কিন্তু একের পর এক সিনেমা হাতছাড়া হওয়া পরিস্থিতি চলে যাচ্ছে নাগালের বাইরে। এই সময় ঘোষিত হলো তপু খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার মুক্তির দিনক্ষণ।

আজ মঙ্গলবার (২১ মার্চ) জানা গেল, আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘লিডার, আমিই বাংলাদেশ’। ধারণা করা হচ্ছে, এটিই হতে যাচ্ছে শাকিব ও শবনম বুবলি সর্বশেষ সিনেমা।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত ছবিটি গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। এর পর বেশ কয়েকবার মুক্তির গুঞ্জন উঠলেও চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি।

এবার প্রযোজক সৈয়দ আশিক রহমান বললেন, ‘‘দর্শকদের একটি পূর্ণাঙ্গ এবং মানসম্পন্ন চলচ্চিত্র উপহার দেয়ার জন্যই কিছুটা দেরি করতে হয়েছে। সকল প্রস্তুতি নিশ্চিত করার পর আজ (২১ মার্চ) আমরা বলতে চাই- ‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রটি ঈদুল ফিতরে বাংলাদেশসহ আন্তর্জাতিক থিয়েটারে একযোগে মুক্তি পেতে যাচ্ছে।’’

পরিচালক তপু খান বলেন, ‘চলচ্চিত্রটি নির্মাণ করার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পেরে সন্তুষ্ট। শাকিব খান, বুবলিসহ সবাই আমাকে আন্তরিক সহযোগিতা করেছে।’

ছবিটির কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শকিব খান-বুবলির পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ।


Leave a reply