‘রোহিঙ্গা’য় কলকাতার অভিনেতা শাশ্বত
সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত রোহিঙ্গা চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের ছবিতে অভিনয় করবেন তিনি।
এছাড়া ডায়মন্ডের আগের সিনেমা ‘বাষ্পস্নান’র মতো কলকাতার নায়ক সমদর্শীকেও দেখা যাবে ‘রোহিঙ্গা’য়।
কলকাতা থেকে শাশ্বত প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের ছবি সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে। যৌথ প্রযোজনার সুযোগে আমাদের এখানকার অনেক অভিনয়শিল্পী বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করছেন। রোহিঙ্গার মাধ্যমে প্রথমবারের মতো আমি বাংলাদেশের কোনো ছবিতে অভিনয় করতে যাচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিলে আমার বাংলাদেশে যাওয়া হবে।’
এদিকে ‘রোহিঙ্গা’ নির্মাতা ডায়মন্ড বলেন, ‘আমার সিনেমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য শুরু থেকেই শাশ্বত চট্টোপাধ্যায়ের কথা ভেবেছিলাম। কলকাতায় তার সঙ্গে আলাপ করার পর গল্পটি পছন্দ করেন। পছন্দের অভিনয়শিল্পী রাজি হওয়ায় কাজটা আরেকটু সহজ হয়ে এল।’
তিনি আরো জানান, টেকনাফ ও কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায় সিনেমাটির দৃশ্যধারণ হবে।