শফি বিক্রমপুরীর ‘পদ্মা’ ও ‘সুরমা’ ভেঙে হচ্ছে মার্কেট
রাজদুলারী, শশীপুন্নু, জজসাহেব, দেনমোহরসহ কিছু জনপ্রিয় সিনেমার প্রযোজক ও পরিচালক শফি বিক্রমপুরী। মালিবাগের পদ্মা ও সুরমা সিনেমা হল দুটির মালিকানাও তার। সম্প্রতি জানা গেছে, অচিরেই ভেঙে ফেলা হচ্ছে হল দুটি।
অবশ্য পদ্মা অনেক দিন বন্ধ থাকলেও বর্তমানে শুধু সুরমা হলটি চালু আছে।
বাংলাদেশ প্রতিদিন এক প্রতিবেদনে জানায়, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হল দুটি ভেঙে এসকেসিডি পদ্মা টাওয়ার নামে বহুতল ভবন নির্মাণ করা হবে।
এর মাধ্যমে সিনেমা হল ভেঙে ফেলার তালিকায় আরও দুটি হল যুক্ত হয়েছে। এর আগে ঢাকায় রূপমহল, তাজমহল, মানসী, নাজ, গুলিস্তান, শাবিস্তান, পূর্ণিমা, রাজমণি, রাজিয়া, জোনাকী, বিউটি, জ্যোতি, মল্লিকাসহ অনেক সিনেমা হল ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণ করে মার্কেট বানানো হয়েছে। নবনির্মিত এসব মার্কেটের কোনো কোনোটিতে একটি করে সিনেপ্লেক্স রয়েছে।