Select Page

শর্তের জালে ফেঁসে ওটিটিতে ‘উৎসব’

শর্তের জালে ফেঁসে ওটিটিতে ‘উৎসব’

সাম্প্রতিক বাংলা সিনেমায় নতুন রেকর্ড গড়েছে তানিম নূর পরিচালিত ‘উৎসব’। পারিবারিক বিনোদনধর্মী সিনেমাটি মুক্তির ৫০ দিন পেরিয়েও মাল্টিপ্লেক্সে ২০টির বেশি শোতে প্রদর্শিত হচ্ছে। সঙ্গে রয়েছে একাধিক সিঙ্গেল স্ক্রিনও। পরিসংখ্যানযোগ্য টিকিটের হিসাবে সিনেমাটির দৈনিক আয় এখনো ৫ লাখ টাকার ওপরে। এমন বাড়বাড়ন্ত মৌসুমে এলো সিনেমাটির ওটিটি রিলিজের খবর।

জানা গেছে, ‘উৎসব’ নির্মাণপূর্ব অর্থ সংস্থানের শর্ত অনুসারে প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাস পর আগামী ৭ আগস্ট ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে। ওটিটি রিলিজের ঘোষণা আসতেই অনেকে বিস্ময় প্রকাশ করেন। এরপর একাধিক সূত্র নিশ্চিত করেন, সহ-প্রযোজক হিসেবে চরকি প্রেক্ষাগৃহ মুক্তির দুই মাস পর ওটিটি রিলিজের শর্ত জুড়ে দেয়। তখনকার পরিস্থিতি বিবেচনায় আর্থিক নিশ্চয়তার কারণে তা মেনেও নেন নির্মাতা।

চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিট (৭ আগস্ট) থেকে সিনেমাটি চরকিতে দেখতে পারবেন দেশ–বিদেশের দর্শকরা। একই দিন চরকি ও কলকাতার হইচইয়ে মুক্তি পাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তান্ডব’। যদিও পাইরেসির কারণে সিনেমাটির সিনেমা হলের রাজত্ব বেশ আগেই ফুরিয়ে গেছে। দুঃখজনক হলেও ‘তাণ্ডব’-এর পাইরেসি প্রসঙ্গে দু-তিনজন গ্রেফতার ছাড়া সুনির্দিষ্ট কোনো উত্তর মেলেনি।

‘পরিবার ছাড়া দেখা নিষেধ’ স্লোগানের ‘উৎসব’ সিনেমাটি প্রেক্ষাগৃহে এক করতে পেরেছে পরিবারের সব বয়সী দর্শককে। এবার নির্মাতার প্রত্যাশা, চরকিতে সিনেমাটি মুক্তির মাধ্যমে প্রতিটি ঘরেই উৎসব শুরু হবে। ‘উৎসব’ সিনেমার নির্মাতা তানিম নূর বলেন, ‘পরিবারের সবাই মিলে টিভিতে নাটক, প্রেক্ষাগৃহে সিনেমা দেখার চল ছিল আমার ছোটবেলায়। “উৎসব” সিনেমায় পরিবারের সেই দর্শকদের প্রেক্ষাগৃহে আনার চ্যালেঞ্জ নিয়েছিলাম। সফল হয়েছি কি না, সেটা দর্শকেরা বলবেন। কিন্তু দর্শকদের কিছু প্রতিক্রিয়া আমাকে আপ্লুত করেছে এবং দিয়েছে আরও কিছু করার অনুপ্রেরণা।’

বাংলা মুভি রিভিউ অনুসারে, ৫২ দিনে মাল্টিপ্লেক্স থেকে ‘উৎসব’ আয় করেছে ৮ কোটি ৬৩ লাখ টাকা। এর আগে ধারণা করা হয়েছিল, বর্তমান প্রবণতা বজায় থাকলে এ অংক ১০ কোটি টাকায় গড়াবে। যদিও দেশীয় অন্য প্রেক্ষাগৃহ ও বিদেশের বাজার মিলিয়ে এরই মধ্যে ১১ কোটি টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে।

‘উৎসব’-এ অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে। সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। ডিরক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান।


Leave a reply