শাকিবকে নিয়ে কাজী হায়াতের পঞ্চাশতম ছবি শুরু
অসুস্থতা বাধ সেধেছিল বরেণ্য পরিচালক কাজী হায়াতের পঞ্চাশতম ছবিতে।অবশেষে সোমবার এফডিসির কড়ইতলায় অনাড়ম্বর মহরতের মধ্য দিয়ে শুরু হয়েছে শুটিং।
অভিনয়ের পাশাপাশি ‘বীর’ শিরোনামের ছবিটি প্রযোজনা করছেন শাকিব খান। তবে প্রথম দিনের শুটিংয়ে ছিলেন না তিনি। সহ-প্রযোজক হিসেবে আছেন মো. ইকবাল।
এর আগে জুন মাসে সংবাদ সম্মেলনের শাকিব খান তার এস কে ফিল্মসের ব্যানারে চারটি ছবি প্রযোজনার ঘোষণা দেন। তারই একটি ‘বীর’। এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন কাজী হায়াৎ ও শাকিব।
সিনেমাটি নিয়ে সারাবাংলাকে কাজী হায়াৎ বলেন, ‘আমি আমার সব সিনেমায় সমাজের কথা বলেছি। অন্যায়, অবিচারের বিরুদ্ধে আমি সিনেমার মাধ্যমে প্রতিবাদ করেছি। আমার ৫০তম ছবিটিও সেরকম হতে যাচ্ছে। আমি শাকিব খানের কাছে কৃতজ্ঞ যে, তিনি আমার এই যাত্রায় সাথে রয়েছেন।’
আরও বলেন, ‘শাকিব নিঃসন্দেহে বাংলাদেশের সেরা নায়ক। সেরা নায়ক নিয়ে নির্মিতব্য সিনেমাটি সেরা হবে বলে আমার বিশ্বাস। শাকিব খানও চাইছেন আমার ৫০তম ছবিকে স্মরণীয় করে রাখতে।’
এ দিকে শাকিবের সাম্প্রতিক ছবিগুলোর মতো ‘বীর’-এরও শুটিং শুরুর আগে বুকিং শুরু হয়েছে। বিষয়টি নিয়ে মোহাম্মদ ইকবাল বাংলা ট্রিবিউনকে জানান, ছবির কাজ এখনও শুরু হয়নি, তার আগেই হল মালিকরা যে আগ্রহ দেখিয়েছেন, তার জন্য তাদের ধন্যবাদ। আশা করা হচ্ছে, ‘বীর’ চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’কেও ছাড়িয়ে যাবে।
১৪ জুলাই বিকালে বুকিং দেওয়া হলগুলো হলো- ছায়াবাণী, সাগরিকা, সিনেমা প্লেস, মধুমতি, সত্যবর্তী ও আশা।
পরদিন ছবিটি শুটিং ফ্লোরে গেলেও এর নায়িকা এখনও চূড়ান্ত নয় বলে জানালেন ইকবাল।