Select Page

শাকিবের দুঃখ প্রকাশে কাটছে বয়কট

শাকিবের দুঃখ প্রকাশে কাটছে বয়কট

চলচ্চিত্র পরিচালক সমিতিসহ ১৩টি সংগঠন বয়কট করেছিল শাকিব খানকে। শনিবার সমিতিগুলো সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে আজ রোববার অভিনেতা আলমগীর, সোহেল রানা, প্রযোজক খোরশেদ আলম খসরু ও আরশাদ আদনানের মধ্যস্থতায় এফডিসিতে এসে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন শাকিব খান।

বরেণ্য অভিনেতা আলমগীর বলেন, ‘বিষয়টা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। ইন্ডাস্ট্রির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই আমি ও সিনিয়র কয়েকজন শিল্পী মিলে শাকিব খানের সঙ্গে কথা বলেছি। ও বলেছে যা হয়েছে ভুল বোঝাবুঝির মাধ্যমে। আপনারা আমার গুরুজন, যা বলবেন তাই মাথা পেতে নেব।’

তিনি আরও বলেন, ‘তার ভুল বুঝতে পারায় ও অনুতপ্ত হওয়ায় তাকে নিয়ে এসেছি এফডিসিতে। সে চলচ্চিত্র পরিচালক সমিতিসহ বাকি সব সমিতির কাছে সরি বলেছে। সে বলেছে পারিবারিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় কিছু কথা না বুঝে বলে ফেলেছে। তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে সে আন্তরিকভাবে দুঃখিত।’

অভিনেতা সোহেল রানা বলেন, ‘বিষয়টা মিটে যাওয়ায় আমরা সবাই আনন্দিত। সবাইকে মিলেমিশে থাকতে হবে। ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

এই প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘শাকিব তার বেফাঁস বক্তব্যের জন্য সরি বলেছে। ও আমাদের সন্তানের মতো। না বুঝে কিছু ভুল করেছে। তার ভুলটা বুঝতে পারায় তাকে অভিনন্দন জানাই। তবে তার দুঃখ প্রকাশে আমাদের বক্তব্য আগামীকাল সংবাদ সম্মেলন করে জানাব।`

এদিকে সোমবার বিকেল ৩টায় এফডিসিতে সংবাদ সম্মেলন ডেকেছে চলচ্চিত্র পরিচালকসহ শাকিবকে বয়কট করা সংগঠনগুলো।

সূত্র : জাগো নিউজ


Leave a reply