শাকিব খান কাঁদলেন
এনটিভিতে প্রচার চলতি ইসলামিক রিয়েলিটি শো ‘কোরআনের আলো’তে এসে কাঁদলেন নায়ক শাকিব খান। প্রচারের পরপরই প্রোগ্রামের ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়ে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা লক্ষ্য করা গেছে। অনেককেই ভিডিওটি শেয়ার করতে দেখা গেছে। সাথে সাথে করেছেন চমকপ্রদ মন্তব্য।
গতকাল প্রচারিত অনুষ্ঠানটিতে শাকিব খান অতিথি বিচারক হিসেবে প্রতিযোগীদের মূল্যায়ন করেন। তখন তিনি আবেগঘন মন্তব্য করেন।
তিনি বলেন,’আমি নিজেকে এই ইসলামিক অনুষ্ঠানে এসে খুব ধন্য মনে করছি। আমি এখানে আসার আগে একটি কথা বারবার চিন্তা করছিলাম যে, আমি পরকালে মহান আল্লাহর দরবারে কী নিয়ে দাঁড়াবো? তাঁর কাছে দাঁড়াবার মতো তো তেমন কিছু আমার কাছে নেই! সেই দিন আমার হয়তো এই ফুটেজটি কাজে লাগবে। রোজ হাশরের ময়দানে আল্লাহ্কে অন্তত বলতে পারবো যে, আমি এই ইসলামি অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলাম।’
শাকিব আরো জানান, এই উদ্যোগটির কথা তিনি গতবছরই পাশের সেটে শুটিং করতে গিয়ে জানতে পারেন।
উল্লেখ যে, সামনের ঈদে শাকিব অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে।