Select Page

শারীরিক-মানসিক সৌন্দর্যের দ্বন্দ্ব, ‘রূপ’ ও প্রশ্ন (ভিডিও)

শারীরিক-মানসিক সৌন্দর্যের দ্বন্দ্ব, ‘রূপ’ ও প্রশ্ন (ভিডিও)

আগের বছর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বখাটে’তে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন লাক্স তারকা মুমতাহিনা টয়া।  এবার দেখা গেল ‌ভিকি জাহেদ পরিচালিত ‘রূপ’ ছবিতে। শনিবার রাতে ইউটিউবে প্রকাশ হওয়া সাড়ে ১১ মিনিটের এই চলচ্চিত্রে টয়াকে দেখা প্রতিশোধ পরায়ণ নারীর চরিত্রে। আর ‘রূপ’কে ধরা হচ্ছে ভিকি নির্মিত অন্যতম সেরা ছবি হিসেবে।

টয়া বলেন, ‘আমি প্রচুর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অফার পাই। কিন্তু গল্প ভালো না লাগায় সবার কাজ করা হয় না। রূপ আমার দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর গল্প অসাধারণ। রূপে আমার মুখ ঝলসানো থাকে। এই প্রথম এমন চরিত্রে কাজ করছি। নিঃসন্দেহে এই গল্প দর্শকদের ভালো লাগবে। এরইমধ্যে অনেকের প্রশংসা পেয়েছি।’

ভিকি জাহেদ বলেন, ‘রূপ হচ্ছে সৌন্দর্যের গল্প। সৃষ্টির আদিকাল থেকেই পৃথিবীতে শারীরিক ও মানসিক সৌন্দর্যের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। রূপে সে দ্বন্দ্বের গল্পকেই এক নতুন আঙ্গিকে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে।’

গল্পের উপস্থাপনও চমৎকার। লোকেশন থেকে মেকআপ কোথাও ছাড় দেওয়া হয়নি। তবে উপস্থাপনার সঙ্গে সংলাপ ততটা যুতসই মনে হয়নি। খুবই ক্লিশে লেগেছে। আরো যত্মশীল হওয়ার দরকার ছিল। এমনকি শারীরিক-মানসিক সৌন্দর্যের দ্বন্দ্বটা স্পষ্ট নয়। যতটা স্পষ্ট গুছিয়ে প্রতিশোধ নেওয়া।  এছাড়া প্রোমোশনাল ভিডিও-তে প্রচারিত ‘চল না আজ’ শিরোনামের গানটি পাওয়া যায়নি ছবিটিতে। যা অবশ্যই প্রশ্নবোধক বিষয়!

এসবি ফুডের ব্যানারে নির্মিত ‘রূপ’ প্রযোজনা করছেন খলিলুর রহমান এবং সহ-প্রযোজক হিসেবে আছে টাইগার মিডিয়া। এতে চিত্রগ্রাহক হিসেবে ছিলেন বিদ্রোহী দীপন, সম্পাদনায় আছেন সাইফ রাসেল ও সংগীত পরিচালনা করেছেন মাহামুদ হায়াৎ অর্পণ। ‘রূপ’ একটি মোশন ভাস্কর নির্মাণ।


Leave a reply