Select Page

আব্দুল আজিজের চ্যালেঞ্জ, ‘সুপারস্টারের সিনেমা আর কোনো দিন চলবে না’

আব্দুল আজিজের চ্যালেঞ্জ, ‘সুপারস্টারের সিনেমা আর কোনো দিন চলবে না’

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ লিখেছেন ‘চুপারস্টার’। এটি বানান ভুল নাকি ইচ্ছাকৃত, তা পাঠকরাই বোঝে নেবেন। তো, তিনি বলছেন, যারা ‘হাওয়া’ নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন তারা ‘চুপারস্টারের ফ্যান’। তারা চায় নির্দিষ্ট তারকা ছাড়া সবার ছবি ফ্লপ হোক।

আজিজ মনে করেন, ‘হাওয়া’র সেল হবে অগ্নি, শিকারি, বাদশা, নবাব, বস-টুর মতো। একেবারে ঈদের বাজার।

এর মধ্যে শিকারি বা নবাব শাকিব খানের ছবি। দুটো কলকাতার জিতের। একটি মাহিয়া মাহি ও আরিফিন শুভর; একমাত্র এটিই বাংলাদেশি ছবি।

শাকিবের দুটো ছবির উল্লেখ করে আবার আজিজ বলছেন, ‘চুপারস্টারের ছবি আর চলবে না’।

মজার বিষয় হলো, ওই পোস্টে সিয়াম, রাজ, রোশানের দিন এখন বললেও শুভকে এগিয়ে গেলেন এ প্রযোজক।

দেখা যাক নিজের বানানরীতিতে আব্দুল আজিজ কী বললেন—

“ঈদ ঈদ ঈদ

আজ ঈদ। বাংলা সিনেমার ঈদ।

আজ মুক্তি পাচ্ছে ‘হাওয়া’ সিনেমা। সারাদেশ থেকে যেভাবে ‘হাওয়া’-এর আডভান্স সেল রিপোর্ট পাচ্ছি, তাতে নিশ্চিত বলতে পারি, আগামীকাল সিনেমা হলগুলি ঈদের সেল দিবে। যেমন এর আগে দিয়েছিল, অগ্নি, শিকারি, বাদশা, নবাব, বস-২। তেমনি একটি দিন আসছে।

অনেক জায়গায় ১লা অগাস্ট পর্যন্ত টিকেট শেষ।

একটি ভালো সিনেমা, ভালো হাইপ উঠেছে, সবার জন্য খুশির খবর, তারপরও কিছু লোক আছে যারা ‘হাওয়া’ নিয়ে নেগেটিভ কমেন্ট করে।

আপনারা কি বুঝতে পারছেন ওরা কারা? আমি বুঝতে পারছি, ওরা এক চুপারস্টার এর ফ্যান। তারা চায় ওই চুপারস্টার এর সিনেমা ছাড়া বাকি সব সিনেমা ফ্লপ যাক।

জানি না ‘হাওয়া’ এর সেল ৩ দিন পরে কেমন যাবে, তবে আমি ১০০ এর বেশী সিনেমার ডিস্ট্রিবিউটর, ৪১টা সিনেমা তৈরি করে মুক্তি দেয়ার অভিজ্ঞতার আলোকে আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের চুপারস্টারের সিনেমা আর কোনদিন চলবে না। না বাংলার মাটিতে, না অন্য কোথাও। যদি চলে, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি সিনেমা ছেড়ে দিব। সব কিছুরই একটা সময় থাকে। তার সময় শেষ। তার সাথে যারা সিনেমা করবে, তারাও তার সাথে শেষ হবে।

এখন সময় সিয়াম, রোশান, রাজদের।

জয় হোক বাংলা সিনেমার।।’


মন্তব্য করুন