‘শিরোনামহীন’ ছাড়লেন তুহীন
ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ডদল শিরোনামহীন থেকে সরে দাঁড়ালেন লিড ভোকালিস্ট তানযীর তুহীন। শুক্রবার সন্ধ্যায় তার ফেসবুক স্ট্যাটাসে দল ছাড়ার ঘোষণা দেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আমি তানযীর তুহীন, ব্যক্তিগত কারণে শিরোনামহীন ব্যান্ড থেকে সরে যাচ্ছি।”
শিরোনামহীনের এক সদস্য বলেন “তিনি নিজেই ফেইসবুকে পোস্টটি দিয়েছেন। কিছুদিন আগে দলের সব সদস্যদের নিয়ে মিটিংয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বেশ কিছুদিন আগে তুহীন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আপাতত সুস্থ হয়ে বাসায় ফিরলেও ডাক্তাররা তাকে মঞ্চে পারফর্ম না করার পরামর্শ দিয়েছেন। শারীরিক ঝুঁকি এড়াতেই তার এ সিদ্ধান্ত।”
ইতিমধ্যেই তুহীনের পরিবর্তে একাধিক ভোকালিস্টের সঙ্গে কথাবার্তা বলছে দলটি। সবকিছু ঠিক থাকলে শিগগিরিই তুহীনের জায়গায় আরেকটি গুরুত্বপূর্ণ ব্যান্ডদলের ভোকালিস্টকে পারফর্ম করতে দেখা যাবে।
স্টেজে পারফর্ম না করলেও তুহীনকে পাশে পাওয়ার আশাবাদী শিরোনামহীন। এমনকি তিনি চাইলে যে কোনো সময় দলে ফিরতে পারবেন, বললেন এক সদস্য।
বিডি নিউজ টোয়েন্টিফোর অবলম্বনে