Select Page

শুক্রবার শুরু হচ্ছে ‘মাসুদ রানা’, বাজেট সাড়ে ৩ কোটি

শুক্রবার শুরু হচ্ছে ‘মাসুদ রানা’, বাজেট সাড়ে ৩ কোটি

কাজী আনোয়ার হোসেনের থ্রিলার ‘মাসুদ রানা’ অবলম্বনে সিনেমা বানাচ্ছে জাজ মাল্টিমিডিয়া। দুই বছর ধরে আলোচনা জিইয়ে রাখার পর দেশীয় তারকাদের নিয়ে হচ্ছে ছবি। যদিও প্রতিষ্ঠানটি বলছে ‘এমআরনাইন’ নামের আন্তর্জাতিক সিনেমাটিও হবে।

সম্প্রতি এক ঘোষণায় জাজ জানায়, ২৬ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’র শুটিং। যার বাজেট আপাতত সাড়ে ৩ কোটি টাকা।

আগেই ঘোষিত হয়েছে ছবির প্রধান দুই কাস্ট। নাম ভূমিকায় থাকছেন রাসেল রানা, আর নবনীতা চরিত্রে অভিনয় করবেন সৈয়দা তিথি অমনি। এও জানা গেল, সিক্রেট এজেন্ট সোহানা হতে যাচ্ছেন পূজা চেরি।

প্রতিষ্ঠানটি বলছে, অভিনয়শিল্পীদের এক মাস ব্যয় হয়েছে কমব্যাট ফাইট শিখতে। যাতে অ্যাকশন দৃশ্যে দর্শক বাস্তবতা খুঁজে পায়।

এ ছবির প্রধান আকর্ষণ হলো অ্যাকশন। আর এ দৃশ্যগুলো পরিচালনায় থাকছেন বাংলাদেশ, চেন্নাই ও ইন্দোনেশিয়ার ফাইট মাস্টারেরা। শুটিং হবে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায়। দেশের লোকেশন তালিকায় থাকছে ঢাকা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার।

জাজ বলছে, বড় পরিসরে হচ্ছে এই ছবির শুটিং। নতুন অনেক কিছু দর্শক দেখবে ‘মাসুদ রানা’য়। যেমন; স্কাই ড্রাইভ, হেলিকপ্টার চেজিং ও আকাশে অ্যাকশন। অর্থাৎ স্পাই থ্রিলার ছবিতে যা থাকা দরকার, তার সব কিছুই দর্শক পাবে এই সিনেমাতে।

এ দিকে বছর দুয়েক আগে ঘোষিত ৯২ লাখ ডলারের ‘মাসুদ রানা’ বা ‘এমআরনাইন’ ছবিতে থাকছেন এবিএম সুমন। তার বিপরীতেও নবনীতা চরিত্রে অভিনয় করবেন অমনি। থাইল্যান্ড শুটিংয়ের জন্য উন্মুক্ত হলে সামনের ১৫ এপ্রিল সেখানে শুরু হতে পারে আসিফ আকবর পরিচালিত ‘এমআরনাইন’। সুমন-অমনির সঙ্গে থাকবেন বিদেশি তারকারা।


Leave a reply