শুরু হয়েছে রাত্রির যাত্রী
এক মেয়ে ও এক ছেলের মধ্যে প্রেম হয়। বাধাপ্রাপ্ত হয়ে মেয়েটিকে গ্রাম থেকে শহরে চলে আসতে হয়। শহরে এসে রাতে ট্রেন থেকে নামার পর শুরু হয় গল্প। ভোরে গিয়ে গল্পটি শেষ হয়। এরকম এক প্রেম-ভালবাসা-জীবন সংগ্রামে প্রতিষ্ঠা পাওয়ার গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’।
১ ডিসেম্বর রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে রাত্রির যাত্রী চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে। সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনার কাজটি করছেন হাবিবুল ইসলাম হাবিব। এটি নির্মাতা প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আশির দশকে হাবিবুল ইসলাম হাবিবের লেখা মঞ্চনাটক ‘উল্টো রাত পাল্টা দিন’-এর ছায়া অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে।
চলচ্চিত্রের প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন মৌসুমী ও মিলন। মৌসুমী অভিনীত চরিত্রের নাম ময়না। অন্য অভিনয় শিল্পীরা হলেন, অরুণা বিশ্বাস, এটিএম শামসুজ্জামান, সালাউদ্দিন লাভলু, সোনিয়া , মারজুক রাসেল, ও সাদিয়া আফরিন’সহ আরও অনেকেই।