Select Page

‘শেষ কথা’র সর্বশেষ পরিস্থিতি

‘শেষ কথা’র সর্বশেষ পরিস্থিতি

সৈয়দ অহিদুজ্জমান ডায়মন্ড প্রতিটি চলচ্চিত্রেই বেশ সময় নিয়ে করেন। প্রথমে ছবিটি অন্য নামে শুরু হলেও পরবর্তীতে ‘শেষ কথা’ নামে গত ১৩ মার্চ সেন্সর সার্টিফিকেট পেল। নির্মাতা সূত্রে জানা গিয়েছিল, ছবিটি আগামী এপ্রিলে মুক্তি পাবে।

কিন্তু পরবর্তীতে সেই তারিখ আবারো পেছালো! নির্মাতা ডায়মন্ড বলেন, ‘আমার কাছে প্রতিটি ছবিই সন্তানের মতো। আর এই ছবিতে আমি ২০০ বছর আগের প্রেক্ষাপট যেমন দেখিয়েছি তেমনি আবার গল্পটা সমসাময়িক হিসেবেও এনেছি, তাই ছবিটি অন্যরকম। আমি ছবিটি আলাদাভাবে নিরীক্ষাধর্মী বলতে চাই না। চলচ্চিত্রের এই বিশেষণটি আমার কাছে হাস্যকর লাগে। কারণ নিরীক্ষা ছাড়া কি কোনো ছবি হয়? আর যদি হয়েও থাকে, তবে তা ভালো ছবির ক্যাটাগরিতে পড়বে না।’

তিনি আরো বলেন, ‘এই ছবিটি নিয়ে খুব স্বাভাবিকভাবেই আমার দীর্ঘদিনের অক্লান্ত গবেষণা রয়েছে এবং গুণী শিল্পীরা দারুণ পারফর্মেন্স দেখিয়েছেন। বাংলাদেশের আইরিন ও কলকাতার সমদর্শীকে উপস্থাপন করেছি অন্য আঙ্গিকে। তাই ছবিটির ক্যাম্পেইনের জন্যই হয়তো রিলিজ ১/২ মাস পেছাতে পারি।’

সূত্র : ইত্তেফাক


Leave a reply