Select Page

সংঘবদ্ধ হামলায় নিহত শাপলা মিডিয়ার কর্ণধার ও তার ছেলে শান্ত খান

সংঘবদ্ধ হামলায় নিহত শাপলা মিডিয়ার কর্ণধার ও তার ছেলে শান্ত খান

চাঁদপুরে সংঘবদ্ধ হামলায় মারা গেছেন শাপলা মিডিয়ার কর্ণধার-প্রযোজক সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান।

আজ (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদত্যাগ শুনে নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময়, বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনরোধে পড়েন তারা। সেখান থেকে প্রাথমিক অবস্থায় নিজের পিস্তল দিয়ে গুলি করে উদ্ধার হয়ে আসেন। কিন্তু পরবর্তীতে পার্শ্ববর্তী বাজার বাঘড়াতে এসে আবারো জনতার মুখোমুখি হয়। সেখানেই জনতার পিটুনিতে নিহত হন পিতা-পুত্র।
অবস্থা এতোই ভয়াবহ হয়ে গিয়েছিল যে পুলিশ খবর পাওয়ার পরেও জানের ভয় থাকায় ঘটনাস্থলে যেতে সাহস পায়নি। পুরো চাঁদপুর জুড়ে এখন ভয়াবহ অবস্থা। সাধারণ জনগণ ক্ষোভে ফেটে পড়েছে।

সেলিম খান ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান। অবৈধভাবে নদীর বালু উত্তোলন ও অন্যান্য কাণ্ডে দীপুমনি ঘনিষ্ঠ সেলিম খান নানা সময়ের আলোচনার খোরাক হয়েছেন। তিনি শাকিব খানকে নায়ক করে পরপর কয়েকটি সিনেমা বানিয়েছেন। এরপর তাদের সম্পর্কের অবনতি ঘটে। এছাড়া ছেলে শান্ত খানের জন্য কয়েকটি ছবি প্রযোজনা করেন।


মন্তব্য করুন