Select Page

সত্যজিতের মতোই আহমেদ রুবেল! দেখা হবে ২ মে

সত্যজিতের মতোই আহমেদ রুবেল!  দেখা হবে ২ মে

সম্প্রতি কলকাতার সিনেমায় জিতু কামালের সত্যজিৎ-লুক নিয়ে আলোচনার ঝড় উঠেছিল। কিংবদন্তি নির্মাতার লুকে আসছেন ঢাকার আহমেদ রুবেলও। যদিও পর্দায় তাদের কারো নামই সত্যজিৎ রায় নয়!

পৃথিবীজুড়ে সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উদ্‌যাপিত হচ্ছে। অস্কার কমিটি দুই কিস্তিতে তার নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী করেছে। নেটফ্লিক্স ইন্ডিয়া ‘রে’ নামে একটি ওয়েব সিরিজ নির্মাণ করে। সত্যজিৎ রায়ের নিজের শহর কলকাতা থেকে নির্মিত হচ্ছে দুটি চলচ্চিত্র। আর বাংলাদেশ থেকে ‘প্রিয় সত্যজিৎ’ নামে একটি ট্রিবিউট ফিল্ম নির্মাণ করছেন প্রসূন রহমান

সম্প্রতি কিশোরগঞ্জের মসূয়ায় সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়িসহ আরও দুটি জায়গায় এবং পুরান ঢাকার একটি বাড়িতে শেষ হয়েছে ছবিটির চিত্রধারণের কাজ। এ মুহূর্তে চলচ্চিত্রটির সম্পাদনার কাজ চলছে। পরিচালক প্রসূন রহমান বলেন, ‘এটি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে আমাদের শ্রদ্ধাঞ্জলি।

এর কাহিনি তিন সময়ের তিন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে। প্রথমজন সত্যজিৎ রায় নিজে, যিনি উপস্থিত না থেকেও সেখানে বিরাজমান। আর অন্য দুজন পরবর্তী দুই প্রজন্মের। সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়ি ঘুরতে যান নবীন নির্মাতা অপরাজিতা হক। সেখানে গিয়ে তিনি আবিষ্কার করেন, সত্যজিৎ রায় নির্মিত অপু ট্রিলজির সঙ্গে জুড়ে আছে নির্মাতা আসিফ মাহমুদের অন্য এক গল্প। আবিষ্কৃত হয় নির্মাণের আড়ালে থাকা নির্মাতার অজানা অধ্যায়, যেখানে আলো পড়ে না কখনো।’

নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল আর নবীন নির্মাতা অপরাজিতার চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস।

আরও কয়েকটি বিশেষ চরিত্রে রয়েছেন পঙ্কজ মজুমদার, সাইদ বাবু, সংগীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান ও আবীর। অপরাজিতার সহকর্মীর চরিত্রে অভিনয় করছেন বাস্তবের চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের কয়েকজন। তাঁদের মধ্যে আছেন চিত্রগ্রাহক নাজমুল হাসান, রাসিফ চৌধুরী, মুখর, আবিহা, শামিম, জাফর প্রমুখ। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে প্রসূন রহমানের নিজস্ব প্রযোজনা সংস্থা ইমেশন ক্রিয়েটরের ব্যানারে।

চলচ্চিত্রটি আগামী মার্চ ও এপ্রিলে কিছু উৎসবে অংশগ্রহণের পর মে মাসের ২ তারিখ সত্যজিৎ রায়ের জন্মদিনে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হবে। এরপর মুক্তি পাবে ওটিটি প্লাটফর্মে।


মন্তব্য করুন