Select Page

সপ্তাহ গড়াতে দ্বিগুণ ‘হাওয়া’

সপ্তাহ গড়াতে দ্বিগুণ ‘হাওয়া’

২৯ জুলাই মুক্তি পাওয়া মেজবাউর রহমানের ‘হাওয়া’ নিয়ে দর্শকের উচ্ছ্বাস দেখার মতো। প্রথম সপ্তাহে প্রায় সবগুলো মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে হাউজফুল প্রদর্শনীর পরও দর্শক চাহিদা তুঙ্গে।

দর্শক চাহিদা থাকায় রাজধানীর বাইরের হল মালিকরাও ‘হাওয়া’ নিয়ে বেশ আগ্রহী। তারই প্রেক্ষিতে দ্বিতীয় সপ্তাহে ‘হাওয়া’ মুক্তি পাচ্ছে প্রায় দ্বিগুণ প্রেক্ষাগৃহে!

প্রথম সপ্তাহে ‘হাওয়া’ মুক্তি পায় ২৩টি প্রেক্ষাগৃহে, দর্শক চাপে শুক্রবার (৫ আগস্ট) থেকে ছবিটি দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত করেছে। এমনটাই জানানো হয়েছে হাওয়ার অফিশিয়াল পেজ থেকে। এ ছাড়া শুধু স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখায় দিনে ২৬টি শো রয়েছে। যা নিকট অতীতে বাংলা ছবির ক্ষেত্রে বিরল দৃশ্য!

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে ‘হাওয়া’ নির্মাণ করেছে ফেইসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সঙ্গীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী।


Leave a reply