Select Page

২৭ বছর পর ‘নতুন মুখে সন্ধানে’

২৭ বছর পর ‘নতুন মুখে সন্ধানে’

এফডিসি কর্তৃপক্ষ নয়, এবার চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে শুরু হতে যাচ্ছে চলচ্চিত্রে নতুন শিল্পী খোঁজার আয়োজন ‘নতুন মুখের সন্ধানে’। তবে চলচ্চিত্র পরিচালক সমিতিকে এ আয়োজনে সার্বিক সহযোগিতা করবে এফডিসি কর্তৃপক্ষ। আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে এ প্রতিযোগিতার বিস্তারিত ঘোষণা করা হবে।

১৯৮৪ সালে এফডিসির উদ্যোগে নতুন মুখের সন্ধানে প্রথম প্রতিযোগিতা শুরু হয়। চলে ১৯৯০ সাল পর্যন্ত। প্রায় ২৭ বছর ধরে এই আয়োজন বন্ধ আছে।

নতুন করে এ আয়োজন শুরুর ব্যাপারে ১৮ ফেব্রুয়ারি পরিচালক সমিতির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এসব তথ্য দিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত মহাসচিব বদিউল আলম খোকন। তিনি বলেন, ‘দেশের বিভাগীয় শহরগুলো থেকে এই আয়োজন শুরু হবে। যেহেতু এটি একটি বড় আয়োজন, তাই সময় নিয়ে করতে হবে। আশা করছি ১৫ মার্চ ঘোষণা দিতে পারব কবে থেকে এই শিল্পী অন্বেষণ শুরু হবে।’

এত বছর পর কেন এই শিল্পী অন্বেষণ? চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘এত দিন এফডিসি কর্তৃপক্ষের দিকে তাকিয়ে ছিলাম। তারা উদ্যোগ নেয়নি। আর প্রক্রিয়াটি অনেক বড় হওয়ায় আমরাও এটি আয়োজনের সাহস করে উঠতে পারিনি। তবে এবার এফডিসি কর্তৃপক্ষ আমাদের বড় রকমের সহযোগিতা করতে রাজি হয়েছে বলে উদ্যোগটি নেওয়ার সাহস করলাম।’

এফডিসির আয়োজনে করা নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মধ্য দিয়ে চলচ্চিত্রজগৎ পেয়েছে দিতি, মান্না, মিশা সওদাগর, অমিত হাসান, সোহেল চৌধুরী, আমিন খানের মতো শিল্পীদের।

সূত্র : প্রথম আলো


মন্তব্য করুন