সম্ভাবনাময় তানভীর খান
চলচ্চিত্রে নতুন মুখ হিসেবে সম্ভাবনার স্বাক্ষর রাখলেন তানভীর। ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ফুল অ্যান্ড ফাইনাল’ চলচ্চিত্রটি। এতে ডিবি কর্মকর্তা চরিত্রে অভিনয় করে দর্শক নির্মাতার নজর কেড়েছেন তিনি।
চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর থেকে অভিনয়ের অসংখ্য প্রস্তাব আসছে তার কাছে। ইসমত আরা শান্তি পরিচালিত ‘মায়ানগর‘ এবং শফিক হাসানের ‘স্বপ্ন ছোঁয়া’ চলচ্চিত্র দুটিতে কাজ করছেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রিধারী তানভীর পড়াশোনা চলাকালীন থেকেই মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। প্রচুর টিভি নাটকে অভিনয় করেছেন এবং বিজ্ঞাপনে মডেল হয়েছেন। অভিনেতা অমিত হাসান তাকে ‘ফুল অ্যান্ড ফাইনাল’ চলচ্চিত্রে কাজ করার সুযোগ করে দেন বলে জানান তানভীর। তাকে মালেক আফসারির সঙ্গে পরিচয় করিয়ে দিলে তানভীরকে এ চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন নির্মাতা আফসারি।
তানভীর বলেন, আমার সৌভাগ্য আফসারির মতো একজন বড়মাপের নির্মাতার চলচ্চিত্রে শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এখন চলচ্চিত্রেই নিয়মিত অভিনয় করে যেতে চাই। তবে ইতিবাচক চরিত্র পেলে ভালো হয়।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন