Select Page

সরকারি অনুদানের আরো এক সিনেমায় কলকাতার পরমব্রত

সরকারি অনুদানের আরো এক সিনেমায় কলকাতার পরমব্রত

# আবারো বাংলাদেশের সরকারি অনুদানে নির্মিত সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়
# ঢাকার সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন এ অভিনেতা
# সিনেমাটি পরিচালনা করছেন শবনম ফেরদৌসী

কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় বাংলাদেশি লগ্নিতে মুক্তি পাওয়া দুই সিনেমায় অভিনয় করেছেন ইতিমধ্যে। এর মধ্যে ‌‘ভুবন মাঝি’ নির্মিত হয় সরকারি অনুদানে। এবার তিনি সরকারি অনুদানের আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।

পরমব্রত উল্লেখ না করলেও সিনেমাটির নাম ‘আজব সুন্দর’। ২০১৬-২০১৭ অর্থ বছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করবেন প্রামাণ্যচিত্র নির্মাতা শবনম ফেরদৌসী।

সম্প্রতি ‘আজব সুন্দর’-এ অভিনয়ের খবরটি বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন পরমব্রত।

তিনি দেশ রূপান্তরকে বলেন, “আমি খুব শিগগিরই বাংলাদেশে আসছি একটি গোটা সিনেমার শ্যুটিং করতে। সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটি প্রযোজনা করছে গানচিল। পরিচালনা করবেন শবনম ফেরদৌসী। তিনি আগে সাংবাদিক ছিলেন। ছবির গল্প আমার খুব পছন্দ হয়েছে। তবে এর নাম এখনো চূড়ান্ত হয়নি। এমনকি আমার সহশিল্পী কে কে আছেন তাও আমি জানি না। এই ছবি-সংশ্লিষ্টরা আমার সঙ্গে আগামীকাল (গত বুধবার) দেখা করতে আসবেন। তারপর বিস্তারিত বলতে পারব।”

বছর খানেক আগে যৌথ প্রযোজনায় নির্মিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেলে’ সিনেমায় অভিনয় করেন পরমব্রত। তবে সিনেমাটির মুক্তিতে জটিলতা দেখা দিয়েছে।

এদিকে শোনা যাচ্ছে, ‘আজব সুন্দর’-এর প্রধান নারী চরিত্রে অভিনয় করতে পারেন জ্যোতিকা জ্যোতি অথবা দোয়েল।


মন্তব্য করুন