সরকারি অনুদানে ‘মায়া’ হচ্ছেন জ্যোতিকা জ্যোতি
কলকাতার সিনেমা ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ছবির শুটিং শেষ করে তিনদিন আগে কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন জ্যোতিকা জ্যোতি। মঙ্গলবার সন্ধ্যায় দেশীয় একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, নাম ‘মায়া’। জ্যোতিকা এতে নাম ভূমিকায় অভিনয় করবেন। খবর প্রথম আলো।
‘মায়া’ পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক মাসুদ পথিক। অনেকদিন ধরে সিনেমাটির নায়িকা খুঁজছিলেন তিনি। এবার পেলেন সেই কাঙ্ক্ষিত মায়া।
অবশ্য কয়েকদিন আগে ফেসবুকে ছবি শেয়ার করে ‘মায়া’য় যুক্ত হওয়ার খবর জানান জ্যোতিকা। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা।
সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। এর আগে সরকারি অনুদানে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ নির্মাণ করেছিলেন মাসুদ পথিক। এরই মধ্যে নতুন এ ছবির গান রেকর্ডিং শুরু হয়েছে।
‘মায়া’র আগে আরও দুটি অনুদানের ছবিতে অভিনয় করেছেন জ্যোতি— তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ ও ‘জীবন ঢুলি’।
‘মায়া’র কাজ শুরু হবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে। তবে জ্যোতি শুটিংয়ে অংশ নেবেন ২৫ ফেব্রুয়ারি।