Select Page

‘রোসো বৎস, আমরাই হবো অনট্র্যাক’

‘রোসো বৎস, আমরাই হবো অনট্র্যাক’

Interview of Mostofa Sarwar Farooki, 21st BIFF, Korea, Busan - 1সাম্প্রতিক সময়ে বাংলা চলচ্চিত্রে এসেছে একঝাঁক নতুন মুখ। তারা একের পর এক সিনেমা নির্মাণের পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন। এ নিয়ে সোমবার রাতে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিলেন নামি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। কী বললেন তিনি—

“কি এক দারুন সম্ভাবনাময় সময়ের আগমনধ্বনি শুনতে পারছি আমরা। বাংলাদেশের বেশ কিছু ছবি দারুণ ব্যবসাসফল হয়েছে সাম্প্রতিক সময়ে। বেশ কিছু ছবি গুরুত্বপূর্ণ ফেস্টিভালে নির্বাচিত হচ্ছে। অনেকগুলো ছবি ভালো পুরস্কার জিতছে।

মনে আছে দুই হাজার সালের দিকে আমরা যখন টেলিভিশনে হাত পাকাইতে শুরু করি, তখন আমাদের বলা হতো আউটসাইডার, অফট্র্যাক । আমরা বলতাম, ‘রোসো বৎস, আমরাই হবো অনট্র্যাক। খালি টেলিভিশন না, সিনেমাতেও।‘

আজকে যখন চারিদিকে ছবি বানানোর এক দুর্দমনীয় এনার্জি দেখি, তখন দারুণ ইন্সপায়ার্ড হই। একেকজন একেক ধরনের গল্প বলতে চাচ্ছে। একেক জন একেক ধরনের সম্ভাবনার উদ্বোধন করতে চাচ্ছে। বিউটিফুল ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কেউই কোনো একটা কাজ করে তৃপ্তির ঢেকুর তোলার কাজে সময় ব্যয় করছে না। নেমে পড়ছে পরবর্তী কাজে। (আবু শাহদে) ইমন ‘জালালের গল্প’র পুরস্কারের তালিকা বা দর্শক প্রশংসা নিয়ে বসে না থেকে তার পরের ছবি করছে, রুবাইয়াত (হোসেন)ও তাই করছে, (কামার আহমাদ) সাইমন পরের ছবি নিয়ে মেতে আছে, (ইশতিয়াক) জিকোও তাই করছে, শুনলাম ‘লাইভ ফ্রম ঢাকা’ বের হওয়ার আগেই (আবদুল্লাহ মুহাম্মদ) সাদের সাথে নতুন ছবি নিয়ে কোনো প্রযোজকের আলাপ হচ্ছে, বিজন (ইমতিয়াজ)ও ইতিমধ্যেই নতুন ছবি মানিব্যাগ গোছানো শুরু করেছে, দীর্ঘ বিরতির পর আমাদের সময়ের আইকনিক সাকসেস স্টোরি ‘মনপুরা’র (গিয়াসউদ্দিন) সেলিম ভাই নতুন ছবি করছে, তৌকির ভাই হালদায় সাঁতার কাটছে, আশা করি অমিতাভ (রেজা)ও ‘আয়নাবাজি’র মধ্যে আটকা না পড়ে ঝাঁপ দিবে পরের ছবিতে যেখানে সে আরো বেশিকরে নিজের কাছে আসবে । অনিমেষ (আইচ), সুমন (আনোয়ার)-সহ আরো নাম জানা বা অজানা কতজন যে কত রকম গল্প নিয়ে টগবগ করছে কে জানে। সব ছবি হয়তো সমান রিফ্রেশিং হবে না, সমান ব্যবসা কববে না, কিন্তু এগুলো যে আমাদের সামগ্রিক চলচ্চিত্র সংস্কৃতিতে এক দারুন গতি তৈরি করবে এই বিষয়ে আমার এক রত্তি সন্দেহ নাই।

হোয়াট এ বিউটিফুল টাইম টু বি ইন।“


Leave a reply