সানিতার অভিষেক
ঢাকাই চলচ্চিত্র অভিষেক হতে যাচ্ছে নতুন নায়িকা সানিতা রহমানের। শাহীন সুমন পরিচালিত চলচ্চিত্রটির নাম ‘প্রেম বলে কিছু নেই’। বিপরীতে আছেন বাপ্পি চৌধুরী ও সুমিত।
সানিতা শিশু শিল্পী হিসেবে প্রায় ১৫টি ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি নাটক ও মডেলিংয়ে কাজ করেছেন। ১৯ ফেব্রুয়ারি জাকজমকপূর্ণভাবে এ ছবির মহরত হয়ে গেল রাজধানীর একটি চাইনিজ রেস্টুরেন্টে।
বরগুনার মেয়ে সানিতা পড়েন ক্লাস নাইনে। রামপুরার রাজধানী আইডিয়াল স্কুলের ছাত্রী সানিতা দুই বোনের মধ্যে ছোট। বাবা মো. মিজানুর রহমান একজন ব্যবসায়ী ও মা আলেয়া বেগম গৃহিনী।
নায়িকা হিসেবে অভিষেক সম্পর্কে সানিতা বলেন, ‘এর আগে আমি ছবির অফার পেলেও করিনি। আমি এতদিন অপক্ষোয় ছিলাম শাহীন সুমন ভাইয়ের মতো একজন বড় মাপের পরিচালকের জন্য। আমার এতদিনের স্বপ্ন পূরণ হচ্ছে এজন্য শাহীন ভাই এবং প্রযোজক ফারুক ভাইকে অনেক অনেক ধন্যবাদ।’
২৪ ফেব্রুয়ারি থেকে কক্সবাজারে চলচ্চিত্রটির আউটডোর শুটিং শুরু হবে। দুটি গানের চিত্রায়ণ হবে সেখানে।