‘জালালের গল্প’ ও ‘মা বাবা সন্তান’
সারাদেশে শুক্রবার মুক্তি পাচ্ছে দুটি নতুন সিনেমা— আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’ ও মুকুল নেত্রবাদি পরিচালিত ‘মা বাবা সন্তান’।
‘জালালের গল্প’-এ অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমী হামিদ, তৌকীর আহমেদ, শর্মীমালা, নূরে আলম নয়ন, মিতালি দাশ, ফজলুল হক, আহমেদ গিয়াসসহ অনেকে। নাম ভূমিকায় অভিনয় করেছেন মোহাম্মদ ইমন ও আরাফাত রহমান। সঙ্গীত পরিচালনা করেছে চিরকুট। সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৪টি হলে।
এ দিকে ‘মা বাবা সন্তান’ চলচ্চিত্রে অভিনয় করেছেন ফাহিম চৌধুরী ও চমক। এই জুটির দ্বিতীয় চলচ্চিত্র এটি। সারাদেশে প্রায় অর্ধশতাধিক হলে মুক্তি পাচ্ছে।
‘মা বাবা সন্তান’র গল্প গড়ে উঠেছে একটি পরিবারের বাবা-মা ও সন্তানের মধ্যে টানাপোড়েন নিয়ে। এতে গান রয়েছে ৫টি। সঙ্গীতায়োজন করেছেন নবাগত জিএম রহমান রনি। কণ্ঠ দিয়েছেন আগুন, মনির খান, আঁখি আলমগীর, স্বীকৃতি, আলম আরা মিনু, আরিফ ও কনা।