Select Page

আলমগীর-রুনা লায়লার হাত ধরে ‘অঙ্গার’

আলমগীর-রুনা লায়লার হাত ধরে ‘অঙ্গার’

অভিষেক হলো নতুন নায়িকা জলির। সিনেমার নাম ‘অঙ্গার’। আর মহরত ঘোষণা করলেন আলমগীররুনা লায়লা। এর চেয়ে বড় আয়োজন কি হতে পারে! তা-ই হল এফডিসির ২ নং ফ্লোরে, বৃহস্পতিবার সন্ধ্যায়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘অঙ্গার’র পরিচালক ওয়াজেদ আলী সুমন, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, এসকে মুভিজের অশোক পাতি, ছবির নায়ক ওম, অভিনেতা নাদের চৌধুরীসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

মহরত ঘোষণায় রুনা লায়লা বলেন, ‘আমি তো চলচ্চিত্রেরই মানুষ। মুলত প্লেব্যাক করে আমি আজকের রুনা লায়লা হয়ে উঠছি।’ আর আলমগীর বলেন, ‘জাজ মাল্টিমিডিয়ার এই চলচিত্রের নায়ক-নায়িকাসহ পুরো টিমের জন্য শুভ কামনা।’

রোমান্টিক অ্যাকশনধর্মী এ ছবিতে আরো অভিনয় করছেন অমিত হাসান, মুম্বাইয়ের আশীষ বিদ্যার্থী, কলকাতার রজতভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকেই।

‘অঙ্গার’র কাহিনী লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু, সঙ্গীত পরিচালনা করছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও ইমন সাহা। ৩ সেপ্টেম্বর থেকে এফডিসির ২নং ফ্লোরে সিনেমাটির টানা শুটিং চলবে।


মন্তব্য করুন