Select Page

আরো একটি সিনেমায় রেসি

আরো একটি সিনেমায় রেসি

resi 1

কয়েকদিন আগে পালিত হলো রেসির মেয়ের জন্মদিন। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন চলচ্চিত্র জগতের অনেক তারকা। তা জানান দিয়েছিল বড় পরিসরে চলচ্চিত্রে ফিরছেন তিনি।

এবার বন্ধন বিশ্বাসের ‘শূন্য’তে চুক্তিবদ্ধ হলেন রেসি। তার বিপরীতে দেখা যাবে ওমর সানীকে।

বিয়ে ও মাতৃত্বজনিত কারণে বেশ কয়েক বছর চলচ্চিত্র থেকে দূর ছিলেন রেসি। সম্প্রতি মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘লাল সবুজের সুর’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। তার এবার চুক্তিবদ্ধ হলেন ‘শূন্য’তে।

11219392_918644208207872_2969792628338300493_n

‘শূন্য’ চলচ্চিত্রে নায়িকা হওয়ার কথা ছিল নাজনিন আক্তার হ্যাপীর। এরপর তার বদলে চুক্তিবদ্ধ করানো হয় নবাগত সানজিদা তন্ময়কে। আরও অভিনয় করবেন নবাগত তুরাজ খান।

চলতি মাসের ২২ তারিখে ‘শূন্য’ ছবির শুটিং শুরু হবে। প্রথমদিকে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির চিত্রায়ন হবে।


মন্তব্য করুন