সারাদেশে ভালোবাসা ও মাস্তানি
অক্টোবরের ৪র্থ সপ্তাহে দেশজুড়ে মুক্তি পাচ্ছে দুটি চলচ্চিত্র। অনন্য মামুন পরিচালিত ‘ভালোবাসার গল্প’ ও রকিবুল ইসলাম রকিব পরিচালিত ‘নগর মাস্তান’।
৬০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভালবাসার গল্প’। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, কায়েস আরজু, মুনিয়া আফরিন, তানিয়া মির্জা, মিশা সওদাগর, ডন, মনিরা মিঠু, রিফাত চৌধুরী, মাহমুদ সাজ্জাদ প্রমুখ। সিনেমার কাহিনী সম্পর্কে পরিচালক অনন্য মামুন বলেন, ‘ভালোবেসে প্রতারণা করা হত্যার শামিল। আমার ছবির মূল কথা এটি। অনেক দিন ধরে ছবি মুক্তি পেলে একটিই কথা শোনা যায়, ছবি মৌলিক নয়। আমি দর্শককে বলতে চাই, ছবি দেখে আপনাদের একটা তৃষ্ণা মিটবে। একটি সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মাণ করেছি। এখানে প্রেম আছে, জীবনের বাস্তবতা আছে। আশা করি, ছবিটি দর্শক গ্রহণ করবে।’
অন্যদিকে, ‘নগর মাস্তান’ মুক্তি পেয়েছে ৯৯টি প্রেক্ষাগৃহে। নেশা ও অপরাধ জগতের গল্প নিয়ে নির্মিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়াজ, জায়েদ খান ও পরী মনি। চলতি বছরের শুরুর দিকে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়ে। বোর্ড অশ্লীলতার দায়ে দীর্ঘদিন ছাড়পত্র দেয়নি ছবিটিকে। তবে সব বাধা পেরিয়ে মুক্তি পাচ্ছে ছবিটি।