Select Page

সালমান শাহকে নিয়ে আয়োজন

সালমান শাহকে নিয়ে আয়োজন

salman-web-spotlightগতকাল ছিলো নায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষ্যে মিডিয়াগুলো বিশেষ বিশেষ আয়োজন করেছে। ব্যতিক্রম ছিল না বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি)। আমাদের প্রকাশিত লেখাগুলো নিয়ে পাঠকদের বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। উল্লেখযোগ্য সংখ্যক পাঠক লেখাগুলো পড়েছেন। অনেকে তাদের ভালো লাগা জানিয়েছেন।  সবাইকে ধন্যবাদ।

পাঠকের সুবিধার্থে প্রকাশিত লেখাগুলোর লিংক নিচে দেয়া হলো-

১. এই আয়োজনের আদ্যপ্রান্ত জানিয়ে সাইট এডমিন জানিয়েছেন শ্রদ্ধাঞ্জলী

২. অভিনেতা সালমান শাহ‘র তথ্য সম্বলিত পাতায়  তার ব্যক্তিগত তথ্য, সংক্ষিপ্ত জীবনী ও ১৯টি স্টিল ছবিসহ চলচ্চিত্রে সালমান শাহ’র কর্মসমগ্র পাওয়া যাবে।
৩. সালমান শাহ’র স্ত্রী সামিরা শাহরিয়ারের তথ্য সম্বলিত পাতা তৈরী করা হয়েছে।
৪. সালমান শাহ অভিনীত প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত এর পরিচালক সোহানুর রহমান সোহানের এক্সক্লুসিভ সাক্ষাতকার – ‘সিসি ক্যামেরায় সালমানকে দেখেই বুঝলাম – হিরো পেয়ে গেছি‘ ।
৫. সালমান শাহ’র ছবিগুলো হলে গিয়ে দেখেছিলেন ব্লগার বিবাহিত ব্যাচেলর, লিখেছেন – সালমান শাহকে নিয়ে কিছু কথা
৬. কি ঘটেছিল ৬ সেপ্টেম্বর ১৯৯৬ সালে? পূর্ণাঙ্গ ঘটনাবলী নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছিল এক রিপোর্ট। সংরক্ষনের উদ্দেশ্যে সেই রিপোর্টটি প্রকাশিত হচ্ছে বাংলা মুভি ডেটাবেজে – সালমান শাহর মৃত্যু ১৫ বছর ধরে রহস্য

৭.  এ সময়ের দর্শক ব্লগার সুফিয়ান লিখেছেন- হৃদয়ে সালমান শাহ
সালমান শাহকে নিয়ে কিছু কথা

বিস্তারিত পড়ুন: http://www.bmdb.com.bd/2013/09/06/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%80%e0%a6%83-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9/
কপিরাইট © বাংলা মুভি ডেটাবেজ


Leave a reply