সিনেমার জন্য ঢাকায় অঞ্জু ঘোষ
# কথা দিয়েছিলেন ঢাকাই সিনেমায় ফিরবেন অঞ্জু ঘোষ
# কথা রাখতেই ফিরলেন দেশে। ছবির নাম ‘মধুর ক্যান্টিন’
# পরিচালনার পাশাপাশি ছবিটির চিত্রনাট্য লিখেছেন সাঈদুর রহমান সাঈদ। নাম ভূমিকায় আছেন ওমর সানী
২২ বছর পর ঢাকায় সিনেমার জন্য ফিরেছেন ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত নায়িকা অঞ্জু ঘোষ। ‘মধুর ক্যান্টিন’ এর শুটিংয়ে অংশ নিতে কলকাতা থেকে সোমবার ঢাকায় এসেছেন এ অভিনেত্রী।
ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুসূদন দের স্ত্রী যোগমায়ার চরিত্রে অভিনয় করবেন অঞ্জু। মধু দার চরিত্রে অভিনয় করবেন ওমর সানী। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে মৌসুমীকে। আরো আছেন সোহানা সাবা।
পরিচালনার পাশাপাশি ছবিটির চিত্রনাট্য লিখেছেন সাঈদুর রহমান সাঈদ। মাসখানেক আগে সিনেমাটির দৃশ্যায়ন শুরু হয়।
১৯৯৬ সালে মায়ের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে আর ঢাকায় ফেরেনি অঞ্জু ঘোষ।
প্রায় দুই যুগ পর গত বছরের সেপ্টেম্বরে চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে ঢাকায় এসেছিলেন তিনি। সেসময় এফডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পী সমিতি তাকে আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে সম্মানিত করে। সেই সময় দুই সিনেমার সঙ্গে যুক্ত হন তিনি।
ফরিদপুর জেলায় জন্ম নেওয়া অঞ্জু ১৯৭২ সালে যাত্রায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। চলচ্চিত্রে আসেন ১৯৮২ সালে এফ কবির চৌধুরী পরিচালিত ‘সওদাগর’ চলচ্চিত্রের মাধ্যমে। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘বেদের মেয়ে জোসনা’ তার অভিনীত সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি। অন্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘বড় ভালো লোক ছিলেন’, ‘আবে হায়াত’, ‘প্রাণ সজনী’, ‘ধন দৌলত’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘রক্তের বন্দি’, ‘আওলাদ’, ‘চন্দনা ডাকু, ‘মর্যাদা’, ‘নিয়ত’, ‘দায়ী কে’, ‘কুসুমপুরের কদম আলী’, ‘অবরোধ’, ‘শিকার’, ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’, ‘চোর ডাকাত পুলিশ’, ‘শঙ্খমালা’, ‘আদেশ’, ‘আয়না বিবির পালা’, ‘এই নিয়ে সংসার’ ও ‘প্রেম যমুনা’।